২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


হিরো আলমের বেশি ভোট পাওয়াকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপে মারামারি

একতারা প্রতীকে নির্বাচন করেন হিরো আলম। - ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত বগুড়া-৪ আসনের উপনির্বাচনে নন্দীগ্রামের একটি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের বেশি ভোট পাওয়ার জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে।

এ ঘটনায় বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মিঞা এবং বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ প্রামানিক নিজ দলের কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে মেহের আলী ও রুবেল নামের দুইজনকে আটক করেছে। তাদের হেফাজতে থাকা একটি ধারালো চাকু উদ্ধার করেছে পুলিশ।

ওই আসনে সদ্য সমাপ্ত উপনির্বাচনে আলোচিত হিরো আলম বুড়ইল আওয়ামী লীগের সভাপতি কালিপদ প্রামানিকের এলাকার ভোটকেন্দ্রে পাস করা নিয়ে তর্কে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের শান্তি সমাবেশের প্রস্তুতির জন্য মাইক ভাড়া করতে ডেকোরেটর দোকানে যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ প্রামানিক। তাকে ডেকোরেটর দোকানে দেখে স্থানীয় আরেক আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন হাসাহাসি করে বলেন, ‘আমার ধুন্দার ভোট কেন্দ্রে মশাল মার্কা পাস করলো। তুমি কালিপদ কেমন আওয়ামী লীগ নেতা, তোমার বীরপলী ভোটকেন্দ্রে হিরো আলম পাস করলো?’ এ সময় দুই আওয়ামী লীগ নেতা বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ খবর ছড়িয়ে পড়লে কালিপদ ও আমজাদ অনুসারীদের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মিঞা ঘটনাস্থলে গেলে তিনি নিজ দলের কর্মীদের হাতে লাঞ্ছিত হন।

তথ্য মতে, বগুড়া-৪ আসনের উপনির্বাচনে নন্দীগ্রামের ধুন্দার হাইস্কুল ভোটকেন্দ্রে আওয়ামী লীগের ১৪ দল মনোনীত রেজাউল করিম তানসেন (মশাল মার্কা) ৩২০ ভোট পেয়ে ওই কেন্দ্রে পাস করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিরো আলম (একতারা) পেয়েছেন ৮৭ ভোট। ধুন্দার কেন্দ্রের ভোটার আমজাদ। তিনি বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের গত সম্মেলনে ওয়ার্ড সভাপতি প্রার্থী ছিলেন। নির্বাচনে মশাল প্রতীকের পক্ষে কাজ করেছেন। একই ইউনিয়নের বীরপলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হিরো আলম ২৯৪ ভোট পেয়ে পাস করেন এবং তানসেন ১১৬ ভোট পান। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ প্রামানিক বীরপলী কেন্দ্রের ভোটার।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ প্রামানিক বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আটক দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নন্দীগ্রামের বিভিন্ন স্থানে পুলিশী টহল জোরদার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement