২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় নারীর নকল স্বর্ণের মূর্তি প্রতারণা, গ্রেফতার ২

বগুড়ায় নকল স্বর্ণের মূর্তি দ্বারা নারীর প্রতারণা, গ্রেফতার ২। - ছবি : নয়া দিগন্ত

বগুড়ার কাহালুতে নকল স্বর্ণের মূর্তি দ্বারা প্রতারণার অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাবানপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাবানপুর গ্রামের আনিসারের স্ত্রী ফরিদা পারভীন (৩৫) ও গাইবান্ধা জেলার সাঘাট উপজেলার চিনেরপুটুল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল জব্বার (৫৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম। তিনি জানান, কাহালুতে নকল স্বর্ণের মূর্তি দ্বারা প্রতারণা চলছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবানপুর গ্রাম থেকে নকল স্বর্ণের মূর্তিসহ ফরিদা ও জব্বারকে গ্রেফতার করা হয়। তাদেরকে কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement