০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


নওগাঁয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা

নওগাঁয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা - সৃংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার রসুলপুর ইউনিয়নের পিরপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের পিরপুকুরিয়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে নূরুল ইসলামের (৫০) সাথে তার চাচাতো ভাই আবুল কালাম আজাদের পুকুরে গরুকে গোসল করানো নিয়ে পূর্ব বিরোধ চলছিল। সোমবার সকাল ৯টার দিকে পাকা রাস্তার মোড়ে আবুল কালাম আজদের সাথে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে আবুল কালাম আজাদ ও তার ছেলেসহ আরো কয়েকজন মিলে নূরুল ইসলামকে কিল ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন। পরে নূরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পিরপুকুরিয়া থেকে বদরুল আলম (৩০) ও মো. সুমন (৩০) নামের দু’জনকে আটক করেছে পুলিশ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বদরুল আলম (৩০) ও সুমনকে (৩০) আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement