২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

গোবিন্দগঞ্জ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ময়েজ, সাধারণ সম্পাদক শওকত

সভাপতি মো: ময়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মির্জা মো: শওকত জ্জামান প্রধান - ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোবিন্দগঞ্জ শাখার ত্রি-বার্ষিক সম্মেলন বৃস্পতিবার সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সমিতির গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল হক প্রধানের সভাপতিত্বে রুহুল আমিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মোল্লা। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গাইবান্ধা সদর কমিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল কবির বাবু, সাহিত্য সম্পাদক জাহিদ কামাল অলিক, ময়েজ উদ্দিন, মির্জা মো: শওকত জ্জামান প্রধান, সাজেদুল করিম কাজল, মামনুর রোবায়েত, নারগিস আরা ময়না , তাজরুল ইসলাম, জহুরুল ইসলাম, শাহনূর ইসলাম, রফিকুল ইসলাম, আজমল হোসেন, জাফরুল ইসলাম, সহকারি শিক্ষক আকতারুজ্জামান ফারুক প্রমুখ।

সম্মেলনে শিংজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ময়েজ উদ্দিন সভাপতি ও পার্বতিপুর চামরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা মো: শওকত জ্জামান প্রধানকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরি সংসদ গঠন করা হয়। সম্মেলনে গোবিন্দগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement