০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


নওগাঁর পোরশায় আম সংগ্রহের উদ্বোধন

নওগাঁর পোরশায় আম সংগ্রহের উদ্বোধন - নয়া দিগন্ত

‘ফলের রাজা আম, আমের রাজা পোরশ’ এই স্লোগান সামনে রেখে চলতি মওসুমে নওগাঁর পোরশায় আম সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। গাছ থেকে ‘গোপালভোগ’ আম নামিয়ে বৃহস্পতিবার আম সংগ্রহের উদ্বোধন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

জানা যায়, সকাল সাড়ে ১১টায় পোরশা বড় মাদরাসা সংলগ্ন আম বাগানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা উপস্থিত থেকে আম সংগ্রহ উদ্বোধন করেন।

তারা বলেন, এ উপজেলার আম অধিকতর মিষ্টি ও নিরাপদ। পোরশার আমকে সারা বাংলাদেশে ব্যাপক পরিচিতি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। চলতি মওসুমে আম ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা চালাতে পারবেন বলে আশ্বস্ত করা হয় উদ্বোধন অনুষ্ঠান থেকে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই, পোরশা আম সমিতির সভাপতি আব্দুস সামাদ শাহ্, সম্পাদক রেজোয়ান শাহ, বাহারী বাজার অনলাইন আম ব্যাবসায়ী মাসুদ পারভেজ, প্রেস ক্লাব সভাপতি কামরুজ্জামান বাবু, সম্পাদক এম রইচ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা ওবাইদুল্লাহ ও ফজলুল হক চৌধুরী, আম ব্যবসায়ী নুরনুজ্জামানসহ আরো অনেক আম ব্যবসায়ী উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement