০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত রিকশাচালক সাইফুলের সিংড়ার বাড়িতে শোকের মাতম

চকবাজারে অগ্নিকাণ্ড
চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত রিকশাচালক সাইফুলের সিংড়ার বাড়িতে শোকের মাতম - ছবি : নয়া দিগন্ত

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা গেছেন নাটোরের সিংড়ার সাইফুল ইসলাম (৩৪)। তিনি সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নতুনবস্তী পাটকান্দি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

এদিকে নিহতের লাশ আজ শুক্রবার ভোরে নতুনবস্তি পাটকান্দি গ্রামের বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছাড়া নেমে আসে। কান্নায় পুরো এলাকা যেন ভারী হয়ে ওঠে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত সাইফুল ইসলাম ও তার চাচাতো ভাই মো: রতন আলী প্রায় ১০ বছর ধরে ঢাকার কামরাঙ্গিরচরের নুরুল হকের একটি গ্যারেজ থেকে রিকশা ভাড়া নিয়ে চকবাজার এলাকায় তারা ভাড়া খাটতেন। বুধবার রাতে সাইফুল ইসলাম চকবাজার এলাকায় রিকশা চালাতে গিয়ে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত হন।

বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে তার লাশ শনাক্ত করা হয়। পরে আজ সকাল ১০টায় স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

নিহত সাইফুল ইসলামের চাচাতো ভাই মো: রতন আলী বলেন, তারা প্রায় ১০ বছর ধরে তারা চকবাজার এলাকায় রিকশা চালান। বুধবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তার ভাই সাইফুল ইসলাম নিখোঁজ হলে বৃহস্পতিবার শাহী মসজিদের সামনে একটি ধ্বংসস্তূপে রিকশা দেখে সাইফুলের নিহতের বিষয়ে নিশ্চিত হন। পরে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে লাশের গলায় চান্দির মালা দেখে লাশ শনাক্ত করেন।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, বিষয়টি তিনি গণমাধ্যম কর্মীদের কাছে জেনেছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।


আরো সংবাদ



premium cement