১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলকদ ১৪৪৫
`


বগুড়ায় বাস চাপায় শ্রমিক নিহত

-

বগুড়ার শেরপুরে চাঁদা না দেয়ায় ধাওয়া করে বাস থামাতে গিয়ে বাসের ধাক্কায় নিহত হয়েছেন মোটর শ্রমিকের এক সদস্য। দীপক ঠাকুর (৭০) নামের ওই মোটর শ্রমিক সদস্য(চেইন মাস্টার) শেরপুর পৌর শহরের স্যান্যাল পাড়ার বাসিন্দা। তিনি ধুনট মোড় বাস স্ট্যান্ডে বাস মালিক সমিতির পক্ষে চেইন চাঁদা আদায় করতেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে শেরপুরের ধুনট মোড় বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বগুড়া থেকে গোসাইবাড়িগামী যাত্রীবাহি একটি বাস স্ট্যান্ডে থামানোর পর যাত্রী উঠা নামা শেষে চেইন চাঁদা না দিয়ে চলে যাচ্ছিল। এসময় চেইন মাস্টার দৌড়ে গিয়ে বাসটি থামানোর চেষ্টা করলে বাসের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। চালক তার উপর দিয়েই বাস চালিয়ে নিয়ে গেলে ঘটনাস্থলেই দীপক মারা যান। এদৃশ্য দেখে স্থানীয় লোকজন বাসটি ধাওয়া করলে কিছুদুর গিয়ে রাস্তায় বাস রেখে চালক-হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ বাসটি আটক করে।
বগুড়ার শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ পরিবারের লোকজন ঘটনাস্থল থেকেই নিয়ে গেছে। বাসের চালকও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement