০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


অনুদান দিয়ে সমালোচিত জেফ বেজোস

-

টানা কয়েক মাস ধরে ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলের প্রায় ৮০ লাখ হেক্টর বনভূমি পুড়েছে ও মারা গেছে শতকোটির বেশি পশুপাখি। দাবানলে পুড়ে ২৯ জনের মৃত্যুও হয়েছে। দেশটিতে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বিশ্বের বহু নামীদামি মানুষ। এবার সে তালিকায় নাম লেখালেন বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস। অ্যামাজনের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ছয় লাখ ৯০ হাজার ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে নিট সম্পদের তুলনায় সামান্য অনুদান দিয়ে সমালোচনার মুখে পড়েছেন জেফ বেজোস। অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তার ঘোষণা দিয়ে জেফ বেজোস তার ইনস্টাগ্রামে লিখেন, অস্ট্রেলিয়ার মানুষ স্মরণকালের সঙ্কটপূর্ণ সময়ের সাথে লড়াই করছে, যা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের খাদ্য ও অন্যান্য সেবা সহায়তা দিতে অ্যামাজন ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার অনুদান দিচ্ছে।
ফোর্বসের তথ্যমতে, বেজোসের মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৬৭০ কোটি ডলার। তার মালিকানাধীন অ্যামাজনের বাজার মূলধন ৯৩ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। সে হিসেবে অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য অ্যামাজনের পক্ষ থেকে যে আর্থিক অনুদান ঘোষণা করা হয়েছে, তা খুবই নগণ্য বলে সমালোচনা করছেন অনেকে।
জেফ বেজোসের চেয়ে কম সম্পদশালী হয়েও অনেকে নিজেদের পকেট থেকে তার চেয়ে বেশি আর্থিক অনুদান দিয়েছেন। বিশ্বের অনেক তারকা ও ব্যবসায়ী যারা অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের বড় অঙ্কের অর্থ সহায়তা দিয়েছেন, তাদের একজন মার্ভেল তারকা ক্রিস হেমসওয়ার্থের মোট সম্পদের পরিমাণ ৭ কোটি ৬০ লাখ ডলার। অথচ তিনিও অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের অ্যামাজনের সমান অর্থ সহায়তা দিয়েছেন। অন্য দিকে সঙ্গীতশিল্পী পিংক ফোর্বসকে জানান, তার নিট সম্পদের পরিমাণ ৫ কোটি ৭০ লাখ ডলার। তিনি ৫ লাখ ডলার অনুদান দিয়েছেন।

 


আরো সংবাদ



premium cement
বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালাইন বিতরণ করল তার দুই শিশু সন্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও নির্যাতন বন্ধের দাবি বিএফইউজে-ডিইউজের সব আদালতে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে : প্রধান বিচারপতি ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী নারীর বিরুদ্ধে সহিংসতা : অস্ট্রেলিয়ায় পর্ন সাইটেও নজরদারি গাজা যুদ্ধে আরো ৩৩ জনের মৃত্যু : নিহতের সংখ্যা ৩৪ হাজার ৫৬৮

সকল