০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


চট্টগ্রামে অনুষ্ঠিত হলো আইএসও ৩০০০০ প্রশিক্ষণ

-

চট্টগ্রাম সিটিতে গত ১৮ থেকে ২২ নভেম্বর শিপ রিসাইকেল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হলো দেশের প্রথম আইএসও ৩০০০০ লিড অডিটর ট্রেনিং। ১২টি জাহাজ ভাঙা শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানের ৩০ জন টেকনিক্যাল এক্সপার্ট অংশ নিয়েছেন এই ট্রেনিংয়ে।
জাহাজ ভাঙা শিল্প নিয়ে এটি দেশের প্রথম আন্তর্জাতিক মানের ট্রেনিং। এ ট্রেনিংয়ের আয়োজক ছিল ইউনাইটেড সার্টিফিকেশন সার্ভিস লিমিটেড (ইউনিসার্ট)। বাংলাদেশের প্রথম আইএসও সার্টিফিকেশন সংস্থা এবং সিএমএমআই পার্টনার হলো ইউনিসার্ট। এই প্রশিক্ষণ সম্পর্কে ইউনিসার্টের পরিচালক আবদুল কাদের জানান, এটি দেশে আয়োজিত প্রথম আন্তর্জাতিক মানের শিপ রিসাইকেল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আইএসও ৩০০০০ লিড অডিটর ট্রেনিং। ইউনিসার্ট দেশের জাহাজ ভাঙা শিল্পের সাথে জড়িত ১৫টি প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। যারা এ প্রশিক্ষণের মাধ্যমে সরকারের নীতিমালা মেনে শিপ রিসাইকেল ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। এ ধরনের উদ্যোগ ও কার্যকরী মানের প্রশিক্ষণের মাধ্যমে জাহাজ ভাঙা শিল্পের সাথে জড়িত মানুষদের সহায়তা হবে।


আরো সংবাদ



premium cement