০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ওয়াটারড্রপ নচ ডিসপ্লের স্মার্টফোন আনল অপো

-

চীনে স্মার্টফোন পরিবারের নতুন সদস্য এ৭এক্স উন্মোচন করেছে অপো। ডিভাইসটিতে বিশেষ ফিচার হিসেবে রয়েছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, গ্রাডিয়েন্ট ডিজাইন এবং ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরণের সুবিধা। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি অপোর কালার ওএস ৫.২ চালিত ৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লের এ হ্যান্ডসেটে ২ দশমিক শূন্য গিগাহার্টজের মিডিয়াটেক হেলিও পি৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৪ গিগাবাইট র‌্যামের এ ডিভাইসে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরণের সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। ডিভাইসটির রিয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেন্সর আছে। এর একটি ১৬ মেগাপিক্সেলের। দ্বিতীয় সেন্সর কত পিক্সেলের তা জানা যায়নি। এছাড়া ডিভাইসটিতে ৮ মেগাপিক্সেলের এআই সমর্থিত ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। অপো সাশ্রয়ী ডিভাইসে সর্বশেষ প্রযুক্তি দিয়ে ব্যবসায় সম্প্রসারণে জোর দিচ্ছে। এেেত্র ডিভাইসের ক্যামেরা ফিচারে সবচেয়ে বেশি জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। চীনের বাজারে এটির দাম ধরা হয়েছে ২ হাজার ৯৯ ইউয়ান।


আরো সংবাদ



premium cement