১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


ডাক ও টেলিযোগাযোগ খাতে বরাদ্দ বাড়ছে কমছে তথ্যপ্রযুক্তিতে

-

২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে তৈরি সেলফোন হ্যান্ডসেটে মূল্য সংযোজন কর অব্যাহতির পাশাপাশি হ্যান্ডসেট উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাসের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী
২০১৮-১৯ অর্থবছরের বাজেটে ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বরাদ্দ প্রায় ৯৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে একই মন্ত্রণালয়ের অধীনস্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জন্য বরাদ্দ ২৩ শতাংশ কমছে। যদিও অন্যান্য মন্ত্রণালয় মিলিয়ে তথ্যপ্রযুক্তি খাতে সামগ্রিকভাবে বরাদ্দ বেড়েছে ১২ দশমিক ৬৩ শতাংশ। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্র“তি পূরণের অংশ হিসেবেই এ খাতে বরাদ্দ বাড়ছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা সরকারের অন্যতম উন্নয়ন কৌশল। ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ বাস্তবায়নের উদ্দেশ্যে আইসিটি খাতের পণ্যে বিশেষ প্রণোদনা প্রদান করা হচ্ছে। ১৯৯৬ সাল থেকে আমরা তথ্যপ্রযুক্তি খাতের বেশির ভাগ পণ্যের আমদানি শুল্ক ও কর রেয়াত সুবিধা দিয়ে আসছি। এর ফলে দেশের প্রযুক্তি খাত ব্যাপক প্রসার লাভ করেছে। এরই মধ্যে কিছু অভূতপূর্ব সাফল্য এসেছে। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ সম্প্রতি স্যাটেলাইট দুনিয়ায় প্রবেশ করেছে।
প্রস্তাবিত বাজেটে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে মোট ৩ হাজার ৩৮৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছর এ বিভাগের বরাদ্দ ছিল ১ হাজার ৭৪৬ কোটি টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের তুলনায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বরাদ্দ বাড়ছে ১ হাজার ৬৩৭ কোটি টাকা। বিভাগটির উন্নয়ন ব্যয় বরাদ্দ দেয়া হচ্ছে দুই হাজার ৩৮১ কোটি টাকা। অন্য দিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বরাদ্দ কমছে ৭৯৮ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ৬৮১ কোটি টাকা, যা চলতি অর্থবছর ছিল ৩ হাজার ৪৭৯ কোটি টাকা।
চলতি অর্থবছর তথ্যপ্রযুক্তি খাতে মোট বরাদ্দ ছিল ১১ হাজার ৬৪১ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছর খাতটির জন্য ১৩ হাজার ১১১ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। বাজেটে দেশে তৈরি হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।


আরো সংবাদ



premium cement
আফগানিস্তানে নতুন করে ভারী বৃষ্টি ও বন্যায় ৫০ জনের মৃত্যু বগুড়ায় বন্ধু হত্যার ঘটনায় সৈনিক লীগ সভাপতি গ্রেফতার ইয়েমেনে তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ানে পদক জেতার আশা সৌদি আরবের ভালুকায় কারখানা শ্রমিকের মৃত্যু ইসরাইলের ব্যাপক ক্ষতি করেছে হিজবুল্লাহ, স্বীকার প্রতিরক্ষামন্ত্রীর ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার : প্রধান বিচারপতি তৃতীয় শ্রেণির ছাত্রীকে চকলেট খাওয়ানোর প্রলোভনে যৌন নিপীড়নের অভিযোগ এবার কি যুক্তরাষ্ট্র-ব্রিটেনও ভারতীয় মশলা থেকে মুখ ফিরিয়ে নেবে? গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজির শিশুদের নিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো আফগানিস্তান (ভিডিও)

সকল