২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


স্মরণ : মোহিতলাল মজুমদার

-

মোহিতলাল মজুমদারের জন্ম কাঁচড়াপাড়া গ্রাম, নদীয়া, পশ্চিমবঙ্গ, ২৬ অক্টোবর, ১৮৮৮ সালে। প্রখ্যাত কবি, প্রাবন্ধিক ও সাহিত্য-সমালোচক। পৈতৃক নিবাস বলাগড়, হুগলি। পিতৃকুলের দিক থেকে কবি দেবেন্দ্রনাথ সেন (১৮৫৮-১৯২০) এবং মাতৃকুলের দিক থেকে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের (১৮১২-১৮৫৯) সাথে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ। বলাগড় স্কুল থেকে এন্ট্রান্স (১৯০৪) এবং কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে বিএ (১৯০৮) পাস করেন। কলকাতার তালতলা স্কুলে শিক্ষকতা (১৯১০-১৯১৪) করার পর জরিপ বিভাগে কানুনগো পদে চাকরি নেন। তিন বছর এ পদে দায়িত্ব পালন করেন। অতঃপর শিক্ষকতায় ফিরে যান। ১৯২৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ১৯৪৪ সালে অবসর গ্রহণ। বঙ্কিমচন্দ্র প্রতিষ্ঠিত বঙ্গদর্শন (১৮৭২) পত্রিকার তৃতীয়পর্যায়ে প্রকাশ ও সম্পাদনা। কাব্যসাধনায় তিনি দেহাত্মবাদী। তার কবিতার ভাষা, শব্দ প্রয়োগ ও ছন্দনির্মাণ-কৌশল অনন্য। রবীন্দ্র-যুগেও তার ভাব ও ভাষা স্বাতন্ত্র্যে সমুজ্জ্বল। কবিতায় আরবি-ফারসি শব্দের সার্থক প্রয়োগ। সৃষ্টিশীল সাহিত্য-সমালোচক ও প্রবন্ধকার। গভীর অন্তর্দৃষ্টি, নিপুণ বিশ্লেষণ ও ভাবগম্ভীর ভাষার মহিমায় তার সমালোচনা গ্রন্থগুলো বাংলা সাহিত্যের স্থায়ী সম্পদ। প্রকাশিত গ্রন্থ : কাব্যÑ স্বপন পসারী (১৩২৮), বিস্মরণী (১৩৩৩), স্মরগরল (১৩৪৩) ও হেমন্ত গোধূলি (১৩৪৮); প্রবন্ধ ও সমালোচনাÑ আধুনিক বাংলা সাহিত্য (১৩৪৩), সাহিত্যকথা (১৩৪৫), বিবিধ কথা (১৩৪৮), বিচিত্র কথা (১৩৪৮), সাহিত্য বিতান (১৩৪৯), বাংলা কবিতার ছন্দ (১৩৫২), বাংলার নবযুগ (১৩৫২) জয়তু নেতাজী (১৩৫৩), কবি শ্রী মধুসূদন (১৩৫৪), সাহিত্য বিচার (১৩৫৪), বঙ্কিম উপন্যাস (১৩৫৫), বঙ্কিম বরণ (১৩৫৬), রবি-প্রদক্ষিণ (১৩৫৬), শ্রীকান্তের শরৎচন্দ্র (১৩৫৭), বাংলা ও বাঙ্গালী (১৩৫৮), জীবন জিজ্ঞাসা (১৯৫৮), কবি রবীন্দ্র ও রবীন্দ্রকাব্য (১ম খণ্ড-১৩৫৯ ও ২য় খণ্ড-১৩৬০)। সাহিত্য সাধনার প্রথমার্ধে রবীন্দ্র-অনুগত। এ জন্য সজনীকান্ত দাস সম্পাদিত শনিবারের চিঠির ব্যঙ্গবাণের শিকার। শনিবারের চিঠির ব্যঙ্গকবিতায় তার বিকৃত নাম ছিল ‘মধুকরকুমার কাঞ্জিয়াল’। অল্পকাল পরে নিজেই শনিবারের চিঠির দলে যোগ দেন এবং এ গোষ্ঠীর সাথে একাত্ম হয়ে রবীন্দ্রবিরোধিতায় নিয়োজিত। রবীন্দ্রনাথকে খাটো এবং মধুসূদন দত্ত ও বঙ্কিমচন্দ্রকে বড় লেখক হিসেবে চিত্রিত করার প্রয়াস। মৃত্যু, কলকাতা, ২৬ জুলাই, ১৯৫২ সালে। হ


আরো সংবাদ



premium cement