১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


স্ম র ণ : প্রফেসর কাজী আবদুল লতীফ

-

অনন্য শিক্ষাবিদ প্রফেসর কাজী আবদুল লতীফের বর্ণাঢ্য জীবনের চির-অবসান ঘটেছে ২০ জুন, ২০০৫ সালে দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে তার বিপুল অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে রাষ্ট্রপতি শোকবাণী প্রদান করেছিলেন। এই কৃতী পুরুষ ১৯২৬ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। প্রফেসর কাজী আবদুল লতীফের শিক্ষকতার সূচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৪৮ সালের মার্চ মাসে। ১৯৯০ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে কর্মজীবনের সমাপ্তি। শিক্ষিত সমাজের কাছে তিনি একটা প্রতিষ্ঠানতুল্য। ১৯৫২ সালে কাজী আবদুল লতীফ আমেরিকার ওহাইও স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি লাভ করে ফিরে আসেন। ১৯৫৮ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের প্রফেসর ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন। ড. আবদুল লতীফ ১৯৭৭ থেকে পরপর দুই মেয়াদে ইউজিসির সদস্যের আসন অলঙ্কৃত করেন। ১৯৭৭ সালে বেতন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮২ সালে তার নেতৃত্বে ‘এফিলিয়েটিং বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সুপারিশ প্রণয়নের কাজ শুরু হয়। তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সের একজন ফেলো। বাংলাদেশ রসায়ন সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রেসিডেন্ট ছিলেন। ১৯৭০ সালে ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সে পাকিস্তানের প্রতিনিধিত্ব এর বিভিন্ন ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম পরিদর্শন করেছিলেন। ১৯৮০ সালে ব্যাংককে উচ্চশিক্ষা-বিষয়ক সেমিনারে যোগ দেন। ইউনেস্কো ভিজিটিং ফেলো হিসেবে বেশ কিছু আমেরিকান বিশ্ববিদ্যালয়ে শিক্ষাসফর করেছেন। শিক্ষকের সাথে শিক্ষার যোগাযোগ ক্ষীণ এবং অধ্যাপনার সাথে পাণ্ডিত্যের যোগাযোগ লুপ্ত হওয়ার অন্ধকার সময়েও তিনি শিক্ষাঙ্গনে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্ঞানের আলো বিতরণ করে গেছেন। আমরা তার মাগফিরাত কামনা করছি। হ

 


আরো সংবাদ



premium cement
বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ খেলোয়াড়ের নাম প্রকাশিত আওয়ামী সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে : মির্জা ফখরুল শনিবার ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় অন্যায়ভাবে আমাদের উচ্ছেদের চেষ্টা চলছে : মান্ডা-জিরানী খালপাড়বাসী র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা থাকছে : যুক্তরাষ্ট্র কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা চলছে : হামিদুর রহমান আযাদ ইউক্রেনের শতাধিক ড্রোন প্রতিরোধের দাবি রাশিয়ার বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনা প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রীর জীবননগরে পাখিভ্যানের ধাক্কায় বাইসাইকেলচালক নিহত আড়াইহাজারে তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ

সকল