কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ মে ২০২৪, ১৪:৫১
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা মধ্যপাড়া পদ্মার চর এলাকায় পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই কিশোর।
কিশোর আসলাম হোসেন (১৫) ওই এলাকার বারু মালিথার ছেলে।
এ বিষয়ে স্থানীয় নারী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মনোয়ারা খাতুন বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আসলামসহ ১০ থেকে ১২ জন কিশোর এক সাথে পদ্মায় গোসল করতে যায়। গোসল শেষ করে সবাই উঠে এলেও আসলামকে না পেয়ে তার বন্ধুরা তার বাবাকে খবর দেয়।
তিনি আরো বলেন, পরে সবাই খোঁজাখুঁজি করে না পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। শুক্রবার সকালে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে নিখোঁজ আসলামের লাশ উদ্ধার করে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘পদ্মায় নিখোঁজ হওয়া কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করব। পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।’
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা