২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ভিসানীতি প্রণয়ন করায় আমাদের মর্যাদাহানি হয়েছে : মুহাম্মদ রেজাউল করিম

ভিসানীতি প্রণয়ন করায় আমাদের মর্যাদাহানি হয়েছে : মুহাম্মদ রেজাউল করিম। - ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম-পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘সরকার নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে। সরকারের ক্ষমতালিপ্সার কারণেই যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশের জন্য স্বতন্ত্র ভিসানীতি প্রণয়ন করেছে, এতে দেশ ও জাতি হিসেবে আমাদের মর্যাদাহানি ঘটেছে।’

রোববার লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখা আয়োজিত ঘূর্ণিঝড় মোখার আঘাতে পিয়ারাপুর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘তারা আগামী দিনে আবারো তামাশা ও ভাঁওতাবাজির নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করতে চায়। কিন্তু তাদের ওই স্বপ্ন কখনোই সফল হবে না।’

তিনি সময় থাকবে শুভবুদ্ধির পরিচয় দিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

জামায়াত নেতা বলেন, ‘জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী, আদর্শিক ও সাংবিধানিক রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠা থেকেই জামায়াতে ইসলামী গণমানুষের মুক্তি, সমাজ উন্নয়ন ও আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির যেকোনো ক্রান্তিকালে ও দুর্যোগকালীন মুহূর্তে জামায়াত জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। এ ধারাবাহিকতায় আজ আমরা ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সাধ্যমত চেষ্টা করছি। এতে কেউ সামান্যতম উপকৃত হলে আমাদের শ্রম স্বার্থক হয়েছে বলে মনে করব।’

লক্ষ্মীপুর শহর আমির মুহাম্মদ আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন শহর শূরা ও কর্ম-পরিষদ সদস্য মাওলানা শামসুল হুদা, ভবানীগঞ্জ ইউনিয়ন সেক্রেটারি মাকসুদুর রহমান, সহকারী সেক্রেটারি ইমতিয়াজ আহমেদ বুলবুল, লাহারকান্দি ইউনিয়ন সেক্রেটারি মাওলানা বেল্লাল হোসেন, পিয়ারাপুর উন্নয়ন ফোরামের সভাপতি কবীর হোসেন, পৌর দক্ষিণ ছাত্রশিবির সভাপতি আল আমীন ও বেলাল হোসেন মোহন প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
বিচারকের আসনে জয় চৌধুরী হামাস ও ফিলিস্তিনি গ্রুপগুলোর মধ্যে ঐক্য আলোচনার আয়োজন করছে চীন গফরগাঁওয়ে রাজিব হত্যা মামলার আসামি গ্রেফতার ও বিচার দাবি লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আটক টিভিতে বিব্রতকর সাক্ষাৎকারের পর অবস্থান পাল্টালেন বিএনপি নেতা শ্বশুরের ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪৩ ডিগ্রির কাছে আচরণবিধি লঙ্ঘন ও উসকানিমূলক বক্তব্য প্রদানে অধ্যক্ষ-চেয়ারম্যান গ্রেফতার আবারো পিএমএল-এনের সভাপতি হচ্ছেন নওয়াজ শরিফ বিষখালী নদী থেকে ২২ ঘণ্টা পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার ৩ জেলায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ

সকল