২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আটক নেতাকর্মীদের মুক্তি দাবি জামায়াতের

- ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর পবা উপজেলার ১২ জন নেতাকর্মী ও চট্টগ্রামের মীরসরাই সদর ইউনিয়নের সাবেক আমিরকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম। একইসাথে তিনি গ্রেফতার সব নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছেন।

শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

এ টি এম মাছুম বলেন, জামায়াতে ইসলামী রাজশাহীর পবা উপজেলায় শুক্রবার সীরাতুন্নবীর সা: এক আলোচনা সভা থেকে ১২ জন নেতাকর্মীকে ও ২০ অক্টোবর রাতে চট্টগ্রামের মীরসরাই সদর উপজেলার সাবেক আমির মো: কফিল উদ্দিন লতিফীকে পুলিশ গ্রেফতার করে। তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো নিষিদ্ধ দল নয়। ধর্মীয় আলোচনা করা, সভা-সমাবেশ করা ও মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার। এ অধিকারে হস্তক্ষেপ করার সুযোগ দেশের সংবিধান কাউকে দেয়নি। সীরাতুন্নবী সা: উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা থেকে এভাবে নেতাকর্মীদের গ্রেফতার করে সরকার মূলত রাসূল সা:-এর জীবনাদর্শ ও দেশের সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

অপর দিকে মীরসরাই সদর ইউনিয়নের সাবেক আমির মো: কফিল উদ্দিন লতিফীকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ দিয়ে গ্রেফতার করা হয়েছে। আমরা এ সকল অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অবিলম্বে রাজশাহীর পবা উপজেলায় গ্রেফতারকৃত ১২ জন ও চট্টগ্রামের মীরসরাই সদর ইউনিয়নের সাবেক আমিরসহ সারাদেশে গ্রেফতার জামায়াতের সকল নেতাকর্মীকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রকাশিত খবরের প্রতিবাদ
এ দিকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় শনিবার প্রকাশিত ‘১৬৪ ধারায় জবানবন্দি দিলেন জামায়াত নেতা’ শীর্ষক খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

শনিবার তিনি এক বিবৃতিতে বলেন, ২৩ অক্টোবর ইত্তেফাক পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘১৬৪ ধারায় জবানবন্দি দিলেন জামায়াত নেতা’ শিরোনামে প্রকাশিত খবরটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রকাশিত খবরে কামালউদ্দিন আব্বাসী নামে যাকে জামায়াত নেতা হিসেবে পরিচয় দেয়া হয়েছে তার সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। কোনো ঘটনা ঘটলেই যাচাই-বাছাই না করে তার সাথে জামায়াতকে জড়িয়ে মিথ্যাচার করা একশ্রেণীর প্রতিবেদকের খারাপ অভ্যাসে পরিণত হয়েছে। আমরা এ মিথ্যা খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক ইত্তেফাক পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
বার্লিনে ফিলিস্তিনিপন্থী ক্যাম্প ভেঙে দিয়েছে জার্মান পুলিশ সেভ দ্য চিলড্রেনে ক্যারিয়ার গড়ার সুযোগ বনশ্রীতে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার সৌদি আরবে আরব ও ইইউ কূটনীতিকদের গাজা নিয়ে আলোচনা ইউক্রেনকে দ্রুত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে পেন্টাগন ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বাংলাদেশ দূতাবাসের বই অনুদান ক্ষমতায় যেতে বিএনপি বিদেশী প্রভুদের দাসত্ব করছে : কাদের ক্যান্সারে আক্রান্ত শিশু সুলতান মাহমুদকে বাঁচাতে সাহায্যের আবেদন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ১৫ মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩

সকল