২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দুর্নীতি আমাকেও মর্মাহত করে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল - ছবি সংগৃহীত

আগামী ছয় মাসের মধ্যে অর্থপাচার প্রতিরোধে বিদ্যমান কয়েকটি আইনের সংশোধনসহ আরো ১৫টি আইন সংসদে পাস করা হবে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দুর্নীতি দেখলে অন্যদের মতো তিনিও মর্মাহত হন।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের এক ব্রিফিংয়ে তিনি বলেন, সংসদে এই আইনগুলো পাস হওয়ার পর আপনারা দুর্নীতির যথেষ্ট অবনতি দেখতে পাবেন।’

অর্থমন্ত্রী জানান, যখন অর্থপাচার দেখেন তখন তিনিও জনগণের মতোই একই কষ্ট অনুভব করেন।

মুস্তফা কামাল বলেন, ‘অর্থ পাচারকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। যারা চিহ্নিত ছিল তাদের কারাগারে সাজা দেয়া হয়েছে বা বিচার চলছে।’

মন্ত্রী বলেন, দু’টি কারণে অর্থপাচার হয়, প্রথমত অনেকেই এটিকে বিনিয়োগের অন্যতম মাধ্যম মনে করেন, দ্বিতীয়ত লোভের কারণে অনেকেই এটি করে থাকে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা যদি বিনিয়োগের ভালো পরিবেশ তৈরি করতে পারি তাহলে যারা বাইরে বিনিয়োগ করেন তারা তা দেশে করবেন।

এর আগে ৭ জুন সংসদে মন্ত্রী বলেন, এমন একটা সময় ছিলে যখন সিমেন্টের নাম করে বালু আসত। এক পণ্যের নাম করে আরেকটা পণ্য আসত। তবে এখন আন্ডারইনভয়েসিং, ওভারইনভয়েসিং খুব কমই হয়। তবে একদম বন্ধ হয়ে গেছে বলব না। আমরা পত্রপত্রিকায় এমন খুব কমই দেখতে পাই।

তিনি বলেন, ‘আমি জানি কীভাবে এগুলো হয়, তবে কারা করে জানি না। অদক্ষ ব্যবস্থাপনা, অকার্যকারী ব্যবস্থাপনার কারণে এগুলো হয়। এই বিষয়গুলো সম্পূর্ণরূপে বন্ধ করা হবে।’

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে দায় নিয়ে কাজ করতে পারে, সে ব্যবস্থা করে দিতে নতুন নতুন আইন করা হবে বলে জানান অর্থমন্ত্রী।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
রুশ অগ্রযাত্রার মধ্যেই ভারী হামলা প্রতিহত করল ইউক্রেন কাতার ছাড়তে হলে হামাসের পরবর্তী গন্তব্য কোথায় বগুড়ায় বসতবাড়িতে পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ, আহত ৪ নগরকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড মঙ্গলবারও ঢাকাসহ ২৭ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নাটোরে গণধর্ষণের দায়ে তিন কিশোরকে ১০ বছরের আটকাদেশ ঘাটাইলে সংরক্ষিত বনে দুর্বৃত্তের আগুন খালেদা জিয়ার বিরুদ্ধে জন্মদিন ও পতাকা অবমাননা মামলার শুনানি ২১ জুলাই ভালুকায় প্রচণ্ড তাপদাহে ২ শিক্ষার্থী অসুস্থ গাজীপুরে অপহরণের পর স্কুলছাত্রকে হত্যার দায়ে সাতজনের যাবজ্জীবন গাজার ভবিষ্যত নিয়ে আলোচনা করতে সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সকল