২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল

খালেদা জিয়া - ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল রয়েছে বলে জানিছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।

আজ শুক্রবার রাত ৮টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জাহিদ হোসেন বলেন, ‘করোনা-পরবর্তী সময়ের চিকিৎসার জন্য উনি (খালেদা জিয়া) ভর্তি আছেন। এখনো তিনি সিসিইউতে আছেন। সকালে মেডিক্যাল বোর্ডের সদস্য দেখেছেন, পরীক্ষা-নিরীক্ষা করেছেন। পরীক্ষা-নীরাক্ষার পর আগের যে চিকিৎসা চলছিল তা অব্যাহত রেখেছে। গতকালের মতো আজও ওনার অবস্থা স্থিতিশীল আছে। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করছি।’

বিদেশে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা আছে নাকি জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো সরকারের বিষয়। পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে মহাসচিব সংবাদ সম্মেলনে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার অনুরোধ করেছেন। এখন সরকারের বিষয়, সরকার কবে নাগাদ উনাকে বিদেশে যাওয়ার অনুমতি দিবে। অনুমতি দিলে মেডিক্যাল বোর্ড এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত জানাবে।’

উল্লেখ্য, গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর দ্বিতীয়বারের মতো খালেদা জিয়ার করোনা টেস্ট হলেও ফলাফল পজিটিভ আসে। এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে খালেদা জিয়ার চিকিৎসার জন্য অধ্যাপক ডা: শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।


আরো সংবাদ



premium cement