১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


স্পিডবোট উল্টে ২৬ জন নিহতের ঘটনায়া জামায়াত আমিরের শোক

বাংলাবাজার ফেরিঘাটে স্পিডবোট উল্টে ২৬ জন নিহত - ছবি নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাবাজার ফেরিঘাটে স্পিডবোট উল্টে ২৬ জন নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

সোমবার সংবাদ মাধ্যমে দেয়া বাণীতে এক শোক প্রকাশ করেন তিনি।

শোকবাণীতে তিনি বলেন, ‘মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর বালুবোঝাই বাল্কহেডের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে ও কিছু লোক এখনো নিখোঁজ রয়েছেন।’

শোকবাণীতে তিনি আরো বলেন, ‘এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি ও তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যারা এখনো নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানাচ্ছি।’

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement