০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


কুরআনের আয়াত বাতিলের রিট ক্ষমাহীন ধৃষ্ঠতা : ড. মুহা. রেজাউল করিম

কুরআনের আয়াত বাতিলের রিট ক্ষমাহীন ধৃষ্ঠতা : ড. মুহা. রেজাউল করিম - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. মুহা: রেজাউল করিম বলেছেন, ভারতের সুপ্রিম কোর্টে ওয়াসিম রিজভীর পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিলের জন্য যে রিট দায়ের করেছে তা ক্ষমাহীন ধৃষ্ঠতা।

এই ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে পুরা মুসলিম উম্মাহর বোধ-বিশ্বাস, আবেগ-অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে। এই ঘটনায় কোনো ঈমানদার মুসলমান বসে থাকতে পারে না।

সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন ড. মুহা: রেজাউল করিম।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অবিলম্বে রিট প্রত্যাহার করে মামলাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। অন্যথায় বিশ্ব মুসলিম ঘরে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেয়া হয়।

বিক্ষোভ মিছিলটি মিরপুর-১ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি এম রহমান, এন ইউ মোল্লা ও ডা: এফ ইউ মানিক প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement