০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ছাত্রীদের উড়না ব্যবহার নিষিদ্ধ করার নিন্দা জামায়াতের

ছাত্রীদের উড়না ব্যবহার নিষিদ্ধ করার নিন্দা জামায়াতের - ছবি : নয়া দিগন্ত

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ছাত্রীদের উড়না ব্যবহার এবং শিক্ষকদের পোষাক হিসেবে পাঞ্জাবী ব্যবহার নিষিদ্ধ করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন। এতে তিনি বলেন, ‘রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্রীদের উড়না ব্যবহার নিষিদ্ধ এবং শিক্ষকদের পোষাক হিসেবে পাঞ্জাবী ব্যবহারের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

গোলাম পরওয়ার বলেন, মুসলিম নারীদের পর্দা করা ফরজ। এটি মুসলিম মেয়েদের শালিনতা ও ইজ্জত-আব্রু রক্ষা এবং ইসলামের একটি ধর্মীয় গুরুত্বপূর্ণ মৌলিক বিধান। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ মুসলিম নারী ও শিক্ষকদের পোষাক ব্যবহারে ধর্মীয় আদর্শকে অনুসরণ করে আসছে। সম্প্রতি মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি ছাত্রীদের উড়না ব্যবহার ও শিক্ষকদের পাঞ্জাবী পড়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে মূলতঃ ইসলাম ধর্মের ঐতিহ্যবাহী পোষাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র। সাংবিধানিকভাবে আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম। সংগত কারণেই শিক্ষাঙ্গণের পোষাক রাষ্ট্রধর্ম ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। মতিঝিল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্ত দেশের নব্বই ভাগ মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। ম্যানেজিং কমিটির এ সিদ্ধান্ত অনাকাংখিত এবং ধর্মীয় অনুভুতির উপর আঘাতের শামিল।

অবিলম্বে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্রীদের উড়না ব্যবহার এবং শিক্ষকদের পোষাক হিসেবে পাঞ্জাবী ব্যবহারের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। -বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আ’লীগের নীতিগত সিদ্ধান্ত : কাদের মুসলিমদের ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ায় ওআইসির সম্মেলন শুরু ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনা প্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী আহত মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচালক নিহত, আহত হেলপার বরিশালে নথুল্লাবাদ টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ নয়া দিগন্তের শৈলকুপা সংবাদাতার ওপর দুর্বৃত্তদের হামলা ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ সুন্দরবনে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শায়েস্তাগঞ্জে সাবেক সেনা সদস্য ট্রাকচাপায় নিহত ইসরাইল-গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কায়রোতে জোরদার প্রচেষ্টা

সকল