১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


দৈনিক সংগ্রামের সম্পাদকের ওপর হামলা ও অফিস ভাংচুরের নিন্দা শিবিরের

-

দেশের প্রবীণ সাংবাদিক ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের ওপর বর্বর হামলা ও অফিস ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন ও সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম এ প্রতিবাদ জানান।

তারা বলেন, ‘একজন বয়োবৃদ্ধ প্রবীণ সম্পাদকের ওপর হামলা চালিয়ে যে অসভ্য ও বর্বরতার পরিচয় দিয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। গতকাল বিকেলে 'মুক্তিযোদ্ধা মঞ্চ' নামক সংগঠনের আড়ালে আওয়ামী সন্ত্রাসীরা বেআইনিভাবে দৈনিক সংগ্রাম অফিস ঘেরাও করে রাখে। কিন্তু পুলিশ একটি গণমাধ্যমের অফিসের নিরাপত্তায় কোন ব্যবস্থা গ্রহণ করেনি। পরে সন্ধ্যার দিকে সংগ্রাম অফিসে হামলা ও ব্যাপক ভাংচুর চালায় সন্ত্রাসীরা। এসময় অফিসে থাকা দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের ওপর হামলা চালানো হয়েছে। কিন্তু পরে এসে পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার না করে উল্টো আক্রান্ত সম্পাদক আবুল আসাদকে গ্রেফতার করে নিয়ে গেছে। এতটা সময় নিয়ে হামলা ও পুলিশের দায়িত্বহীন আচরণে প্রমাণ হয় এ হামলা পূর্ব পরিকল্পিত এবং ফ্যাসিবাদী সরকারের ইশারাতেই করা হয়েছে। একটি গণমাধ্যমের অফিসে এমন পরিকল্পিত হামলা ফ্যাসিবাদী সরকারের বিকৃত রুপকে জাতির সামনে আরেকবার উন্মোচন করল। কোন সভ্য সমাজ বা দেশে এ বর্বরতা কল্পনাও করা যায় না। সরকার ও পুলিশের সরাসরি মদদের ফলে অসভ্যতা ও বর্বরতার নজিরবিহীন তান্ডব চালাচ্ছে সন্ত্রাসীরা। আমরা ছদ্মবেশী আওয়ামী সন্ত্রাসীদের এই জঘন্য ও ন্যাক্কারজনক অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

শিবির সভাপতি-সেক্রেটারি জেনারেল বলেন, ‘এর আগেও আওয়ামী সন্ত্রাসীরা দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর বর্বর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করেছিল। কিন্তু সেটার কোন বিচার হয়নি। এসব হামলা শুধু নির্দিষ্ট কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নয় বরং দেশের পুরো গণমাধ্যমের ওপর হয়েছে। আমরা অবিলম্বে প্রবীণ সাংবাদিক আবুল আসাদের মুক্তি ও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও উপযুক্ত বিচারের দাবী জানাচ্ছি।’

নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে এবং সর্বক্ষেত্রে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
নিক্সন চৌধুরীরর বিরুদ্ধে উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্লে-অফের ১টি জায়গার জন্য লড়াইয়ে ৩ দল, ধোনি, কোহলি, রাহুলদের কে পাবেন টিকিট? ফরিদগঞ্জে ২৪ ঘণ্টায় ২ জনের আত্মহত্যা মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ৫২ হাজার কোটি টাকা খরচ হচ্ছে কেন? মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রাফা অভিযান : ইসরাইলকে সতর্কবার্তা ১৩ পররাষ্ট্রমন্ত্রীর ‘অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া চুয়াডাঙ্গার তাপমাত্র আবা‌রো ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই নির্বাচনের পরেও সে কথাই বলেছে যুক্তরাষ্ট্র : ড. মঈন খান ভালুকায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৫ সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, মেসির অবস্থান কোথায়?

সকল