১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


‘টাকার বিনিময়ে গঠিত কমিটি’ বাতিলের দাবি ইবি ছাত্রলীগের একাংশের

-

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের কমিটিকে ‘টাকার বিনিময়ে গঠিত কমিটি’ দাবি করে তা বিলুপ্তির জন্য গণস্বাক্ষর অভিযান করেছে শাখা ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের কর্মী-সমর্থকেরা। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দলীয় টেন্ট থেকে একই দাবিতে বিক্ষোভ মিছিল করে তারা এই গণস্বাক্ষর সংগ্রহের অভিযান আয়োজন করে।

সূত্র মতে, গত চারদিন থেকে বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেয়ার দাবিতে আন্দোলন করে আসছে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা। এর আগে ১৫ সেপ্টেম্বর শাখা ছাত্রলীগ সভাপতি পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তারা।

বুধবার টাকার বিনিময়ে কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে তারা প্রশাসন ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী নির্দেশিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর সভায় ঢুকে পড়ে। এসময় তারা শাখা ছাত্রলীগ সম্পাদক রাকিবকে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত দাবি করে তাকে বহিষ্কারের দাবি জানায়। এছাড়া শনিবারের মধ্যে বহিষ্কার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয় তারা। এসময় বিদ্রোহী গ্রুপের নেতারা সভায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বলে অভিযোগ করেছেন ভিসি।

পরে তারা বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্তরের সামনে গণস্বাক্ষরের আয়োজন করে। এ সময় কর্মী ও সমর্থকরা সাদা কাপড়ে, ‘৪০ লাখের কমিটি-মানি না, পলাশ-রাকিব কালসাপ-ছাত্রলীগের অভিশাপ, অবৈধ ও অযোগ্য কমিটি মানি না, প্রশাসনের পকেট কমিটি-মানি না’ সহ বিভিন্ন স্লোগান লিখে স্মাক্ষর করে। তারা এই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণারও দাবি জানায় কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশিত শিক্ষক কর্মকর্তাদের নিয়ে এরকম একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে প্রবেশ করে উশৃঙ্খল আচরণ প্রত্যাশিত নয়। আমি শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্রসুলভ আচরন প্রত্যাশা করি।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু বলেন, ‘আমরা ভিতরে ঢোকার অনুমতি চাইলে ভিসি চুপ ছিলেন। মৌনতা সম্মতির লক্ষণ মনে করে আমরা ভিতরে ঢুকেছি। স্যারকে শাসানো হয়নি, আমরা কেবল দূর্নীতিবাজদের শাস্তির দাবি জানিয়েছি। গত কয়েকদিন ধরে আমরা দাবি জানালেও তিনি আমাদের কথায় কর্ণপাত করেননি। তাই দ্রুত ব্যাবস্থা নেয়ার দাবি জানিয়েছি।’


আরো সংবাদ



premium cement
অন্যায়ভাবে আমাদের উচ্ছেদের চেষ্টা চলছে : মান্ডা-জিরানী খালপাড়বাসী র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা থাকছে : যুক্তরাষ্ট্র কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা চলছে : হামিদুর রহমান আযাদ ইউক্রেনের শতাধিক ড্রোন প্রতিরোধের দাবি রাশিয়ার বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনা প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রীর জীবননগরে পাখিভ্যানের ধাক্কায় বাইসাইকেলচালক নিহত আড়াইহাজারে তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত মোরেলগঞ্জে আগুনে পুড়ে ১২ দোকান ভস্মীভূত টেক্সাসে প্রবল বর্ষণে ৪ জনের মৃত্যু

সকল