২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ছাত্রলীগকে আর খারাপ খবরের শিরোনাম করো না : কাদের

ছাত্রলীগকে আর খারাপ খবরের শিরোনাম করো না : কাদের - ছবি : সংগৃহীত

ছাত্রলীগকে মহিমান্বিত করে এর সুদিন ফিরিয়ে আনার জন্য সংগঠনটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্রলীগকে আর খারাপ খবরের শিরোনাম কোরো না।’

২১শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনার স্মরণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান কাদের। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভাটির আয়োজন করে ছাত্রলীগ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেয়ার শেষ পর্যায়ে ছাত্রলীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখন আগস্ট মাস। ছাত্রলীগ যদি ভালো খবরের শিরোনাম হয়, বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। আমি শুধু তোমাদের কাছে আহ্বান করবো ছাত্রলীগকে আর খারাপ খবরের শিরোনাম কোরো না। ছাত্রলীগ ভালো খবরের শিরোনাম হলে আমাদের নেত্রী গর্বিত হন, আমরাও গৌরব বোধ করি।’

ছাত্রলীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্রলীগকে মহিমান্বিত করো। ছাত্রলীগের গৌরবের দিন, সুদিন ফিরিয়ে আনতে হবে।’ এসময়, ছাত্রলীগকে সুদিনের ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে কর্মপরিকল্পনা করে এগোতে ছাত্রলীগের বর্তমান নেতাদের অনুরোধ জানান কাদের।

ছাত্রলীগের বর্তমান কমিটি নিয়ে গত রমজান মাসে এবং ঈদুল ফিতরের সময় কয়েকজন নেতাকর্মীর আন্দোলন ও অনশনের পরিপ্রেক্ষিতে সংগঠনটির সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, ‘ঈদের আগের রাতে আপনি রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ দেখাচ্ছেন। এটা কি আমার নেত্রীকে সম্মান করছেন? যাকে আপনারা অভিভাবক বলেন, এটা কি তার জন্য অসম্মান নয়? কাজেই এই বিষয় গুলো ডিসিপ্লিনের মধ্যে রাখবেন, শৃঙ্খলার মধ্যে রাখবেন। দল করতে হলে দলের শৃঙ্খলা মানতে হবে। বঞ্চিত কেউ থাকবেন না। শেখ হাসিনা যতদিন আছেন, মনে রাখবেন- ত্যাগী নেতা, পরিশ্রমী কর্মীরা মূল্যায়িত হবে।’

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘দ্বারে দ্বারে ঘুরবেন না। নেতাদের দ্বারে দ্বারে ধরনা দিয়ে লাভ নেই। ছাত্রলীগের একটা স্বকীয় সত্তা আছে। ছাত্রলীগকে কোনো মন্ত্রী, এমপি, নেতা স্বার্থরক্ষার পাহারাদার হিসেবে ব্যবহার করবেন না। সেটা ছাত্রলীগের জন্য মঙ্গলজনক নয়।’

মন্ত্রী আরও বলেন, ‘আমার কিছু জানার দরকার হলে দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে শুনবো। কিন্তু সরাসরি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবেন না। বড় দল, ছোট খাটো সমস্যা থাকবেই। দায়িত্ব প্রাপ্তরা আছে, তাদের যদি কোনো পরামর্শের দরকার হয়, আমি তাদের পূর্বসূরি হিসেবে আমার পরামর্শ দিয়ে থাকি।রাস্তায় বিদ্রোহ করে আমাদের অপমান করবেন না। যার যোগ্যতা আছে আমার বিশ্বাস যোগ্যতার মূল্যায়ন হবে।’

আলোচনা সভায় ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম উপস্থিত ছিলেন।

এছাড়া, অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
উইলিয়ামসনের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির ব্যাংক একীভূত করার প্রক্রিয়া কি হোঁচট খেল? ফেনীতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির প্রস্তাবিত ৩ ভেন্যু চকরিয়ায় বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা জুলকারনাইনের ইন্তেকাল ওবায়দুল কাদের সম্পর্কে ‘মিথ্যাচার’ : যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা উপজেলা নির্বাচন : কেন্দ্রে থাকবে সর্বোচ্চ পুলিশ-আনসার ফেসবুকে ভিডিও দিয়ে মাসে লাখ টাকা আয় আরিয়ান মুন্নার

সকল