২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ডাকসু নির্বাচন যেন জাতীয় নির্বাচনের মতো না হয় : নজরুল ইসলাম খান

নজরুল ইসলাম খান - ছবি : সংগ্রহ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন ডাকসু নির্বাচন যাতে জাতীয় নির্বাচনের মতো না হয় সেটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের এখন নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এরকম একটি পরিস্থিতিতে ডাকসু নির্বাচন হচ্ছে। এই নির্বাচন যাতে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের মতো না হয়্। সেটি নিশ্চিত করতে হবে।

সোমবার ড্যাবের নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। এর আগে মাজার প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা সুরা ফাতেহা পাঠ শেষে মোনাজাত করেন।

ডাকসু নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কারণ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের নিয়োজিত। তাই বিষয়টি চিন্তার।’

সারাদেশে বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীরা তাদের ঘরবাড়িতে থাকতে পারছেন না, তেমনি দেশের ছাত্ররা দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে পারে না।’

নজরুল ইসলাম খান বলেন, ‘যারা গণতন্ত্র চায় এবং যারা গণতন্ত্র চায় না, ডাকসু নির্বাচনের লড়াই তাদের মধ্যে হবে। এ লড়াইয়ে গণতন্ত্রের পক্ষের শক্তিরই জয় হবে’।

নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নিশ্চিত হবে এমন আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘সরকারি দলের পক্ষে থেকে বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পথে তারা বাধা হবে না। আমরা তাদের বিশ্বাস করতে চাই। আমরা চাইবো, সকল ছাত্র সংগঠন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং তাদের প্রতিনিধিদের নির্বাচন করতে পারে।’


আরো সংবাদ



premium cement