০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


দায়িত্বশীল ব্যক্তির দায়িত্বহীন মন্তব্য নৈরাজ্যে উৎসাহ যোগাবে: সিপিবি-বাসদ

-

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক সমাবেশে ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছেন সিপিবি-বাসদ নেতৃবৃন্দ। তারা বলেন, ছাত্রলীগের কুকীর্তির দায়ভার গ্রহণে অস্বীকৃতি জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করা মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেণ তারা বলেন, দায়িত্বশীল ব্যক্তির এ ধরনের দায়িত্বহীন মন্তব্য সন্ত্রাসীদের নৈরাজ্য সৃষ্টিতে উৎসাহ যোগাবে বলে সিপিবি-বাসদ নেতৃবৃন্দ মনে করেন। নেতৃবৃন্দ দ্রুততম সময়ে কোটার যৌক্তিক সংস্কার করে চলমান সংকট সমাধানের জন্য সরকারের কাছে দাবি জানান।

সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক বিবৃতিতে একথা বলেন। কোটা সংস্কার আন্দোলনের নেতাদের নিঃশর্ত মুক্তি, ক্যাম্পাসে হামলাকারীদের গ্রেফতার এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে শহীদ মিনারে আহুত ছাত্র-শিক্ষক সমাবেশে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছে তারা একথা বলেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনকে বিকৃতভাবে কোটা বাতিল আন্দোলন হিসেবে অপপ্রচার করে সরকারি দল আওয়ামী লীগ ও ছাত্র সংগঠন ছাত্রলীগ সারাদেশে আন্দোলনকারী ছাত্র-ছাত্রী এবং তাদের সাথে সংহতি প্রকাশকারী শিক্ষক-অভিভাবকদের উপর বর্বর হামরা পরিচালনা করছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগ হামলা চালিয়ে দশজন শিক্ষার্থীকে আহত করেছে। চারজন অধ্যাপকসহ গণমাধ্যমকর্মীদের লাঞ্ছিত করেছে। নেতৃবৃন্দ ছাত্র-শিক্ষকদের নির্যাতন ও লাঞ্ছনাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল