৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

- ছবি : ইউএনবি

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাবেক প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেনকে স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে।

জাহিদ মালেকের স্থলাভিষিক্ত হয়ে টেকনোক্র্যাট মন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. সেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে মন্ত্রিত্ব দিয়েছেন। আমি তা যথাযথভাবে পালনের চেষ্টা করব।’

এর আগে বঙ্গভবনে শপথ নেন আওয়ামী লীগ গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা।

অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষ থেকে নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement