১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


সাপ নিয়েই হাসপাতালে ছুটলেন রোগী

-

হাসপাতালের জরুরি বিভাগ। সাপে কাটা এক রোগীকে আনা হয়েছে। দ্রুত চিকিৎসা করতে হবে তার। কিন্তু মাঝেই বিপত্তি। ব্যাগের ভেতর থেকে রোগী নিজেই বিষধর বের করতেই ছুটে পালালেন চিকিৎসকরা।

ভারতের এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি উত্তরপ্রদেশের কনৌজের। মাঠে কাজ করার সময়ে এক ব্যক্তিকে আচমকা সাপে কামড়ায়। শেষে উপায় না দেখে সেই সাপটিকে ব্যাগে পুরে সোজা হাসপাতালে হাজির হন তিনি।

চিকিৎসকেরা সাপ দেখে স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান।

কেন এমনটা করেছেন তিনি?

ওই ব্যক্তির জবাব, তিনি শুনেছিলেন, সাপে কামড়ালে সেই সাপ সম্পর্কে চিকিৎসকদের জানাতে হয়। কিন্তু তিনি সেই সাপটির সম্পর্কে জানতেন না। তাই সাপটিকে ধরে নিয়ে হাসপাতালেই চলে এসেছেন, যাতে চিকিৎসকদের বুঝতে কোনো সমস্যা না হয়।

জানা যায়, সাপটি হলো কেউটে। পরে বন দফতরের হাতে তুলে দেয়া হয় সাপটিকে। ওই ব্যক্তি চিকিৎসার পরে আপাতত সুস্থ রয়েছেন। তবে তার কাণ্ডে হতবাক গ্রামবাসী।


আরো সংবাদ



premium cement