২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কারো দিকে তাকিয়ে না থেকে নিজেদের দায়িত্ব পালনে সচেতন হতে হবে : বিচারপতি আবদুর রউফ

কারো দিকে তাকিয়ে না থেকে নিজেদের দায়িত্ব পালনে সচেতন হতে হবে : বিচারপতি আবদুর রউফ - ছবি : নয়া দিগন্ত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ বলেছেন, কারো দিকে তাকিয়ে না থেকে আমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় একুশে ফেব্রুয়ারি। আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি আদায় করতে গিয়ে যারা শাহাদাত বরণ করছেন, তারা চেয়েছিলেন সর্বস্তরে বাংলা ভাষা চালু হবে, অফিসিয়াল ভাষা হবে বাংলা। তাদের স্বপ্ন ছিল অন্যায় অনাচার ও শোষণ থেকে মুক্তি। কিন্তু দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার অর্ধ শতাব্দী পরও শহীদদের সেই স্বপ্ন আমরা করতে বাস্তবায়ন পারিনি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান।

কালচারাল একাডেমির সেক্রেটারি ইবরাহীম বাহারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গবেষক কবি নাসির হেলাল, কবি শহীদ সিরাজী ও কথাসাহিত্যিক হারুন ইবনে শাহাদাত।

আরো বক্তব্য রাখেন আকরাম মুজাহিদ, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

একুশের গান পরিবেশন করেন এস এম শামীমুল হক, মুহাম্মদ শরিফুল ইসলাম ও সহশিল্পীবৃন্দ।

 


আরো সংবাদ



premium cement