০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


সামরিক বাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না ইসরাইল

-

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তার দেশের সেনাবাহিনীর ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইসরাইল তা প্রত্যাখ্যান করবে। যুক্তরাষ্ট্র ইসরাইলের একটি সেনা ইউনিটকে দেয়া সহায়তা কাটছাঁটের পরিকল্পনা করছে- এমন খবরের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু ওই মন্তব্য করেন। রোববার তিনি বলেন, ‘আমি আমার সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব’।
এর আগে যুক্তরাষ্ট্রের অ্যাক্সিওস নিউজ ওয়েবসাইট এক খবরে জানিয়েছিল, অধিকৃত পশ্চিমতীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের সেনাবাহিনীর নেৎজা ইয়েহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে। মানবাধিকার লঙ্ঘন করলে বিদেশী ইউনিটগুলোকে দেয়া সাহায্য নিষিদ্ধকরণ নিয়মের আওতায় যুক্তরাষ্ট্র এ ধরনের কোনো পদক্ষেপ নিতে পারে।
অধিকৃত পশ্চিমতীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ‘ইসরাইল ডিফেন্স ফোর্সেস’ (আইডিএফ)-এর ইউনিটগুলোতে মার্কিন সামরিক সহায়তা কমানো হতে পারে- এমন খবর সম্পর্কে গত সপ্তাহে জানতে চাওয়া হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘আমি সঙ্কল্প নিয়েছি, সামনের দিনগুলোয় আপনারা তা দেখার প্রত্যাশা করতে পারেন।’
ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এর আগে কখনো আইডিএফ ইউনিটের জন্য সহায়তা কার্যক্রম স্থগিত করেনি। ইসরাইলের সামরিক বাহিনী বলছে, নেৎজা ইয়েহুদা আন্তর্জাতিক আইন মেনেই তাদের কার্যক্রম পরিচালনা করছে। ইসরাইলের সামরিক বার্তা সংস্থা বলেছে, ‘ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে খবর প্রকাশ হয়েছে, সে বিষয়ে আইডিএফ কিছু জানে না। আইডিএফ আইন মেনেই কাজ করে এবং কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে থাকলে, তারা সেটি আইনিভাবেই তদন্ত করে দেখবে।’
নেৎজা ইয়েহুদা ইউনিটের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সম্পর্ককে বিশ্ববাসী আগের যেকোনো সময়ের চেয়ে এখন আরো নিবিড়ভাবে লক্ষ করছে। এক বিবৃতিতে গ্যালান্ত বলেন, ‘একটি ইউনিটের কাজের সমালোচনা করার যেকোনো প্রচেষ্টা গোটা আইডিএফের কার্যক্রমের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে’, তিনি আরো বলেন, ‘এটি অংশীদার এবং বন্ধুদের জন্য সঠিক পথ নয়।’
যুক্তরাষ্ট্রের অ্যাক্সিওস নিউজ সাইট গত শনিবার তিন মার্কিন সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন কয়েক দিনের মধ্যেই আইডিএফের নেৎজা ইয়েহুদা ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে। খবরে আরো বলা হয়, ইসরাইল অধিকৃত পশ্চিমতীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আইডিএফের ওই ব্যাটালিয়নকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর মধ্যে আছে, ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন নাগরিক ৮০ বছর বয়সী ওমর আসাদ হত্যার ঘটনা। ২০২২ সালের জানুয়ারিতে অধিকৃত পশ্চিমতীরে এক তল্লাশি অভিযানের সময় আসাদকে বেঁধে ইসরাইলি সেনারা তার কণ্ঠরোধ করে হত্যা করেছিল বলে অভিযোগ রয়েছে। সে সময় যুক্তরাষ্ট্র এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের জবাবদিহি করার আহ্বান জানিয়েছিল।


আরো সংবাদ



premium cement