২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


বৈশ্বিক উষ্ণতা ও দাবদাহে দাম বাড়বে খাদ্যদ্রব্যের

-

বৈশ্বিক উষ্ণতা ও দাবদাহের কারণে ভবিষ্যতে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম ও সামগ্রিক মূল্যস্ফীতি আরো বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি জার্মান গবেষক ও ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের করা এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গত বৃহস্পতিবার গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট শীর্ষক সাময়িকীতে। তাতে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতার প্রভাব একেক জায়গায় একেক রকম হলেও তা সবখানেই প্রভাব দেখা যাবে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এর প্রভাব পড়বে বেশি। জলবায়ু উষ্ণ হয়ে ওঠার সাথে সাথে দাবদাহ, খরা ও বন্যার মতো চরম আবহাওয়া পরিস্থিতি এখন নিয়মিত ঘটনা হয়ে উঠছে। এতে কৃষি ও খাদ্য উৎপাদনসহ অর্থনীতির প্রধান খাতগুলোর ওপর প্রভাব পড়ছে।


আরো সংবাদ



premium cement