২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
তাইপের স্বাধীনতাকে সমর্থনের অভিযোগ

তাইওয়ানের ৭ কর্মকর্তার ওপর চীনের নিষেধাজ্ঞা

-

তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করায় স্বায়ত্তশাসিত অঞ্চলটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য দিয়েছে। চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। এ সফরকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলো চীন। নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়। যে সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, তাদের মধ্যে আছেন সিয়াও বি খিম ও ওয়েলিংটন কু।
সিয়াও বি খিম ওয়াশিংটনে নিযুক্ত তাইওয়ানের দূত। আর ওয়েলিংটন কু তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব। তাইওয়ানের ক্ষমতাসীন রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির রাজনীতিবিদদের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তাইওয়ানবিষয়ক কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, যাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, তারা চীন, হংকং ও ম্যাকাউ সফর করতে পারবেন না। তাদের সাথে সম্পর্কিত ফার্ম ও বিনিয়োগকারীদের চীনে মুনাফা করতে দেয়া হবে না।
আগে তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং-চাং, পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ ও পার্লামেন্ট স্পিকার ইউ সি-কুনের ওপর নিষেধাজ্ঞা দেয় চীন। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন। তবে চীনের এই দাবি নাকচ করে আসছে তাইওয়ান। তারা নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে।

 


আরো সংবাদ



premium cement