২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মিয়ানমারে জান্তার গাড়ি পিষে মারল ৫ বিক্ষোভকারীকে

ইয়াঙ্গুনে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর হামলায় দৌড়ে পালাচ্ছে অভ্যুত্থানবিরোধীরা : এএফপি -

অভুবিরোধী বিক্ষোভে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গাড়ি চালিয়ে দেয়ায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকডজন। রোববার সকালের দিকে ইয়াঙ্গুনে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সামরিক জান্তা নিয়ন্ত্রিত বাহিনী গাড়ি চালিয়ে দেয়ায় হতাহতের এই ঘটনা ঘটেছে। রোববার সকালে ঘটনাটি ঘটেছে বলে নিউজ পোর্টাল মিয়ানমার নাও জানিয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে অন্তত ১৫ জনকে গ্রেফতার করেছে। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন।
সামাজিক মাধ্যমে আসা ছবি ও ভিডিও থেকে জানা যায়, একটি গাড়ি বিক্ষোভকারীদের চাপা দিয়ে চলে যাওয়ার পর হতাহতরা রাস্তায় পড়েছিলেন। সকালের এই সহিংসতা সত্ত্বেও বিকেলে ইয়াঙ্গুনে আরেকটি বিক্ষোভ হয়। ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে ১৩০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়া সত্ত্বেও মিয়ানমারজুড়ে জান্তাবিরোধী প্রতিবাদ অব্যাহত আছে। বিক্ষিপ্ত ছোট ছোট দলের এসব প্রতিবাদগুলো থেকে সামরিক অভ্যুত্থানবিরোধী স্লোগান দেয়া হয়। গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিও জানায় তারা। রোববার ইয়াঙ্গুনে এ ধরনের একটি বিক্ষোভ শুরু হওয়ার কয়েক মিনিট পর একটি গাড়ি মিছিলটির ওপর দিয়ে চালিয়ে দেয়া হয়, এরপর পুলিশ বেশ কয়েকজন গ্রেফতার করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিরাপত্তার কারণে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক বিক্ষোভকারী ফোনে রয়টার্সকে বলেন, “আঘাত লেগে আমি একটি ট্রাকের সামনে পড়ে যাই। একজন সৈন্য তার রাইফেল দিয়ে আমাকে পেটায়; কিন্তু আমি তাকে প্রতিরোধ করে পেছনে ঠেলে দেই। আমি এঁকেবেঁকে দৌড় শুরু করলে সে তৎক্ষণাৎ আমার দিকে গুলি ছুড়ে।” দুই প্রত্যক্ষদর্শী জানান, সৈন্যদের বহনকারী একটি বেসামরিক গাড়ি পেছন থেকে মিছিলে ধাক্কা দেয়, তারপর নিরাপত্তা বাহিনী এলোমেলো হয়ে যাওয়া বিক্ষোভকারীদের গ্রেফতার করে ও পেটায়।


আরো সংবাদ



premium cement