০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ব্রিটিশ রণতরীবহরকে চীনের হুঁশিয়ারি

-

বিরোধপূর্ণ দক্ষিণ চীনসাগরে প্রবেশ করা ব্রিটিশ রণতরীবহরকে সতর্ক করে দিয়েছে চীন। তারা এই এলাকায় যেকোনো ধরনের ‘অনুচিত’ কাজ করা থেকে বিরত থাকতে বলেছে। সিঙ্গাপুর নৌবাহিনীর সাথে যৌথ মহড়া চালাচ্ছে ব্রিটিশ নৌবাহিনী। ‘ফ্রিডম অব নেভিগেশন’ নামের এই মহড়ায় ব্রিটেনের পক্ষে নেতৃত্ব দিচ্ছে দেশটির বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথ। বর্তমানে এই রণতরীবহর দক্ষিণ চীনসাগর দিয়ে জাপানের দিকে যাচ্ছে।
যৌথ এই মহড়ার দিকে বেইজিং গভীরভাবে নজর রাখছে বলে চীনের সরকারপন্থী গণমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ জানায়। এতে বলা হয়, এই মুহূর্তে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে। ব্রিটেন এখনো তাদের ঔপনিবেশিক আমলে পড়ে আছে বলেও মন্তব্য করেছে চীন।
দক্ষিণ চীনসাগরের বেশির ভাগ অংশ নিজেদের বলে দাবি করে চীন। যদিও তাদের এই দাবি ২০১৬ সালে আন্তর্জাতিক আদালতের রায়ের বিপরীত। তা সত্ত্বেও দক্ষিণ চীনসাগর নিয়ে নিজেদের একগুঁয়ে মনোভাব অব্যাহত রেখেছে চীন। তারা এই বিতর্কিত এলাকায় নানা স্থাপনা নির্মাণ করেছে। এ নিয়ে প্রতিবেশী দেশগুলোর ঘোর আপত্তি রয়েছে।


আরো সংবাদ



premium cement