০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


পম্পেওকে ফিরিয়ে দিলেন পোপ

-

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাৎ করতে চাইলেও তাতে রাজি হয়নি ভ্যাটিকান। ভ্যাটিকানের বিশপ দফতর জানিয়েছে, নির্বাচনের সময়ে পোপ রাজনীতিবিদদের সাথে সাক্ষাৎ করেন না। যুক্তরাষ্ট্রের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে পম্পেও এই ইস্যুকে ব্যবহার করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে ভ্যাটিকান। ভ্যাটিকানের এই পদক্ষেপ চীন ও ক্যাথলিক গির্জার বিষয়ে পম্পেওর মন্তব্যের পর সৃষ্ট কূটনৈতিক বিতর্কে আরেকটি মাত্রা যোগ করেছে।
গত মাসের প্রথমদিকে এক নিবন্ধে পম্পেও বলেছিলেন, বিশপ নিয়োগের বিষয়ে চীনের সাথে চুক্তি নবায়ন করার মাধ্যমে ক্যাথলিক গির্জা তার ‘নৈতিক কর্তৃত্বকে’ ঝুঁকিতে ফেলছে। রক্ষণশীল ক্যাথলিক ভোটারসহ যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠীগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছে। এদের অনেকে পোপ ফ্রান্সিসকে অতিরিক্ত উদার বলে মনে করেন। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, চীনে অনেক ক্যাথলিক নির্যাতনের শিকার হচ্ছেন এবং চীনের সরকারি ক্যাথলিক সমিতির পরিবর্তে পোপের প্রতি আনুগত্যের জন্য আত্মগোপনে যেতে বাধ্য হচ্ছেন।


আরো সংবাদ



premium cement