০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


স্বাস্থ্যঝুঁকি

৫ কোটি শিশুর মৃত্যুর আশঙ্কা জাতিসঙ্ঘের

-

বিশ্বব্যাপী যখন তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস, তখন আরো এক দুঃসংবাদ দিলো জাতিসঙ্ঘ। মহামারী করোনাসহ নানা স্বাস্থ্যঝুঁকির কারণে আগামী ২০৩০ সালের মধ্যে ৫ বছরের নিচে প্রায় ৫ কোটি শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। ২০১০ সালে জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব বান কি মুনের ‘এভরি ওমেন এভরি চাইল্ড’ আন্দোলনের সূচনার পর থেকে ২০১৯ সালে ৫ বছরের কম বয়সের শিশুর মৃত্যুহার সর্বকালের সর্বনিম্নে পৌঁছেছে। এর মধ্যে এক শ’ কোটিরও বেশি টিকা দেয়া হয়।
ওই কর্মসূচি শুরুর পর থেকে নিরাপদ পানি, ব্যাপক টিকাদান কর্মসূচি থেকে শুরু করে নিরাপদ সন্তান প্রসবে বেশ অগ্রগতি হয়েছে বলেও উঠে এসেছে রিপোর্টে। ২০০০ সাল থেকে মাতৃমৃত্যুর হার কমেছে ৩৫ শতাংশ। তবে এই অগ্রগতিগুলো আবারো পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে বিভিন্ন অঞ্চলে জাতিগত সঙ্ঘাত, যুদ্ধ, দারিদ্র্য এবং বর্তমানে বিশ্বব্যাপী মহামারীতে স্বাস্থ্য সেবার তীব্র সঙ্কটে দুর্বল শিশু ও কিশোর-কিশোরীরা ব্যাপক ঝুঁকিতে রয়েছে। জাতিসঙ্ঘের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বিশেষ করে কোভিড-১৯ বিদ্যমান সমস্যাকে আরো বাড়িয়ে তুলেছে।


আরো সংবাদ



premium cement