২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ট্রাম্পের উইচ্যাট নিষিদ্ধের আদেশ আটকে দিলেন বিচারক

-

যুক্তরাষ্ট্রে চীনা মেসেজিং ও লেনদেন অ্যাপ ‘উইচ্যাট’কে একেবারে শেষ মুহূর্তে বাঁচিয়ে দিয়েছেন মার্কিন এক বিচারক। রোববার দেশটিতে উইচ্যাট নিষিদ্ধের প্রচেষ্টা আটকে দিয়েছেন তিনি। মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারক লরেল বিলার জানিয়েছেন, উইচ্যাট নিষিদ্ধের বিষয়টি সংবিধানের প্রথম সংশোধনীসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সামনে নিয়ে আসছে। মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে।
পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুসারে, রোববার যুক্তরাষ্ট্রে উইচ্যাট নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা ছিল। ট্রাম্প প্রশাসন অ্যাপটির বিরুদ্ধে নিরাপত্তাঝুঁকির অভিযোগ এনেছে। তাদের ভাষ্যে, অ্যাপটি রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করছে। মার্কিন কর্মকর্তাদের উদ্বেগ, অ্যাপটির মাধ্যমে মার্কিন ব্যবহারকারীদের ডাটা চীন সরকারের হাতে চলে যেতে পারে। এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছে উইচ্যাট এবং চীন। যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার পুরো ব্যাপারটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছিল উইচ্যাটের মালিক প্রতিষ্ঠান টেনসেন্ট।
যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার কথা ছিল টিকটকেরও। নিজেদের মার্কিন ব্যবসা বাঁচাতে ওরাকল ও ওয়ালমার্টের সাথে অংশীদারিত্বে যেতে চাইছে প্রতিষ্ঠানটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা হুট করেই জানান, টিকটকের নতুন চুক্তিতে ‘আশীর্বাদ’ রয়েছে তার। এর পরপরই টিকটককে নতুন করে সাত দিন সময় বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। ওই ঘটনার পরপরই উইচ্যাটের পক্ষে রায় দিয়েছেন বিচারক।

 


আরো সংবাদ



premium cement