০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


বিশেষ মর্যাদা বাতিলের বছরপূর্তিতে কাশ্মিরে ২ দিনের কারফিউ জারি

আজ কালো দিবস
কারফিউ চলাকালীন গতকাল শ্রীনগরে একটি চেকপয়েন্ট পার হচ্ছেন ২ মোটরসাইকেল আরোহী : এএফপি -

গত বছরের ৫ আগস্ট জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করেছিল ভারত সরকার। ওই দিন উপত্যকা থেকে ৩৭০ ধারা বাতিল করে সেটিকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। দেখতে দেখতে এক বছর পূর্ণ হলো তার। এ সময় জম্মু ও কাশ্মিরে উত্তেজনা রুখতে গতকাল ৪ আগস্ট ও আজ ৫ আগস্ট কারফিউ জারি করেছে প্রশাসন।
শ্রীনগরের জেলা প্রশাসক দাবি করেছেন, তাদের কাছে খবর এসেছে যে, কাশ্মিরে কিছু ‘বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তানের মদতপুষ্ট কিছু গোষ্ঠী ৫ আগস্ট দিনটিকে কালো দিবস হিসেবে পালন করার পরিকল্পনা করেছে। এই পরিস্থিতিতে এলাকায় বিক্ষোভ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া হচ্ছে না। সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করার জন্য সহিংস বিক্ষোভ হতে পারে বলে সুনির্দিষ্ট তথ্য হাতে এসেছে। ফলে এই পরিস্থিতিকে সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে কাশ্মির উপত্যকাজুড়ে কারফিউ জারি করা হয়েছে।
কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে যারা আবশ্যকীয় পরিষেবাগুলোর সাথে যুক্ত তেমন ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে দেয়ার ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর উত্তেজনা রুখতে উপত্যকার কয়েক শ’ রাজনৈতিক নেতাকে আটক অথবা গ্রেফতার করা হয়। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিসহ অনেক নেতা এখনো গৃহবন্দী অবস্থাতেই রয়েছেন।
এ দিকে, জম্মু ও কাশ্মিরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, যাকে প্রায় আট মাস আটক করে রাখার পরে গত ১১ মার্চ মুক্তি দেয়া হয়েছিল, তিনি টুইট করেন, ‘২০১৯-এ শ্রীনগরের পরিস্থিতির তুলনায় এবার আরো ২৪ ঘণ্টা আগেই সব প্রস্তুতি সারা হয়েছে এবং আমার ধারণা, উপত্যকাজুড়ে সব জায়গাতেই একই কাজ করা হচ্ছে, সব জায়গাতেই কঠোর কারফিউতে জারি করা হয়েছে।’
গত বছরের ৫ আগস্ট থেকে আটক অবস্থায় রয়েছেন জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাকে জননিরাপত্তা আইনে আরো তিন মাসের জন্য আটক করে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জম্মু-কাশ্মির নিয়ে কেন্দ্রের পদক্ষেপের বিরোধিতা করায় আটক করা হয় পিপলস কনফারেন্সের প্রধান সাজাদ লোনকেও। যদিও তাকে গত ৩১ জুলাই আটক অবস্থা থেকে মুক্তি দেয়া হয়। কিন্তু পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মুফতি এক বছরেরও বেশি সময় আটক থাকার পরেও তাকে কবে মুক্তি দেয়া হবে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছুই বলেনি কেন্দ্র।


আরো সংবাদ



premium cement
নয়া দিগন্তের শৈলকুপা সংবাদাতার ওপর দুর্বৃত্তদের হামলা ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ সুন্দরবনে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শায়েস্তাগঞ্জে সাবেক সেনা সদস্য ট্রাকচাপায় নিহত ইসরাইল-গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কায়রোতে জোরদার প্রচেষ্টা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২৫ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী আটক গাজীপুরে তুলার গুদামে আগুন স্টপেজের দাবিতে ফরিদপুরে প্রথম দিনই ট্রেনের গতিরোধ সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো, বিজেপি নেতার ভিডিওতে তোলপাড় খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ

সকল