০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


আলকায়েদার উত্তর আফ্রিকা প্রধান মালিতে নিহত

-

মালিতে এক অভিযানে আল কায়েদার উত্তর আফ্রিকা প্রধান নিহত হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স। বুধবার মালির উত্তরাঞ্চলে চালানো এ অভিযানে আবদুল মালিক দ্রুকদেল ছাড়াও তার তার ঘনিষ্ঠ বেশ কয়েকজন সহচরও নিহত হয়েছে বলে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে নিশ্চিত করেছেন।
পারলে বলেছেন, ‘সাহেল অঞ্চলের অংশীদারদের সহযোগিতায় আমাদের বাহিনী বিদ্রোহীদের নিরলসভাবে তাড়িয়ে বেড়াবে।’ বুধবারের ‘দুঃসাহসিক অভিযান’ আফ্রিকার বিদ্রোহীদের জন্য বড় ধরনের আঘাত হেনেছে বলেও মন্তব্য করেছেন তিনি। দ্রুকদেল আলকায়েদা ইন দ্য ইসলামিক মাগরেবের (একিউআইএম) প্রধান ছাড়াও গোষ্ঠীটির সাহেল অঞ্চলে ক্রিয়াশীল শাখা জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিনিরেরও (জেএনআইএম) দায়িত্বে ছিলেন। ১৯ মে মালিতে চালানো অন্য অভিযানে আটক মোহাম্মদ ম্রাবাত আইএসের বৃহত্তর সাহারা অঞ্চলের (আইএসজিএস) অন্যতম শীর্ষ কমান্ডার, বলেছেন পারলে। গত মাসের শুরুতে মালি ও বুরকিনা ফাসোতে আইএস ও আলকায়েদার মধ্যে তুমুল লড়াই বেধেছিল।

 


আরো সংবাদ



premium cement