০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


পঙ্গপালে বিমান চলাচল নিয়ে শঙ্কায় ভারত

-

ভারতের উত্তর ও পশ্চিম অংশের কিছু রাজ্যে উৎপাত শুরু করেছে পঙ্গপালের ঝাঁক। মাঝে মধ্যেই মেঘের মতো আস্তরণ তৈরি করে লোকালয় কিংবা জমিতে চলে আসছে তারা। ফলে ফসল নষ্ট থেকে শুরু করে মানুষের বাইরে বের হতেও সমস্যা হচ্ছে। এই পঙ্গপালের ঝাঁকের ফলে বিমান ওঠানামা করতে সমস্যা হতে পারে বলে সতর্ক করল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।
শুক্রবার ডিজিসিএ’র পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে এ কথা বলা হয়েছে। পঙ্গপালের ফলে বিমানের কী কী অসুবিধা হতে পারে তাও বিস্তারিতভাবে জানানো হয়েছে এই নির্দেশিকায়। সাধারণত এই পঙ্গপালের ঝাঁক বায়ুমণ্ডলের নিচের স্তরেই দেখা যায়। খুব বেশি উঁচুতে তারা ওড়ে না। তার ফলে বিমানের টেক-অফ বা ল্যান্ডিংয়ের সময় সমস্যা হতে পারে, এমনটাই জানানো হয়েছে নির্দেশিকায়। যদি পঙ্গপালের ঝাঁক বিমানের কোনো যন্ত্রাংশের ভেতর ঢুকে যায় তাহলে সেই যন্ত্রাংশ যেমনÑ ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। এ ছাড়াও এই পঙ্গপাল বিমানের সেন্সর ব্যবস্থাও খারাপ করে দিতে পারে। সেক্ষেত্রে বিমানের উচ্চতা বা গতি ভুল দেখাতে পারে। এতে বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। ডিজিসিএ জানিয়েছে, একটা পঙ্গপাল ছোট হলেও পঙ্গপালের ঝাঁক খুব ক্ষতিকর। অনেক সময় এরা বিমানের ককপিটের উইন্ড স্ক্রিনে আটকে যায়। ফলে পাইলটের দেখতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে পাইলটরা সাধারণত ওয়াইপার ব্যবহার করে স্ক্রিন পরিষ্কার করার চেষ্টা করেন। কিন্তু এতে স্ক্রিন আরো ঘোলাটে হয়ে যেতে পারে। তাই এ ধরনের ঘটনায় ওয়াইপার ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে পাইলটদের। এ ছাড়া পঙ্গপালের ঝাঁকের ফলে রানওয়ে দেখার ক্ষেত্রে পাইলটদের সমস্যা হতে পারে বলেও জানানো হয়েছে।
এই সমস্যা দূর করার জন্য কিছু পরামর্শ দিয়েছে ডিজিসিএ। বলা হয়েছে, বিমান টেক-অফ বা ল্যান্ডিংয়ের সময় আশপাশে কোথাও পঙ্গপালের ঝাঁক আছে কি না তা সংশ্লিষ্ট বিমানবন্দরের কর্মীদের খেয়াল রাখতে হবে। থাকলে তা সাথে সাথে পাইলটকে জানাতে হবে। দরকার পড়লে কিছুক্ষণ পরে টেক-অফ বা ল্যান্ডিং করতে হবে। এ ছাড়া রাতের বেলায় পঙ্গপাল ওড়ে না। তাই রাতে বেশির ভাগ বিমান আপাতত চালানোর পরামর্শ দেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
ঝড়ে পড়ে যাওয়া মাদরাসা ঘর এক মাসেও মেরামত হয়নি গুচ্ছের‘বি' ইউনিটের ফল প্রকাশ, পাশ ৩১ হাজার মানুষের হাত-পা কেটে নিজেই ‘অপারেশন’ করতেন মিল্টন সমাদ্দার : হারুন প্রধানমন্ত্রীর সাথে নারী ক্রিকেটারদের প্রতিনিধি দলের সাক্ষাৎ পরিবেশ রক্ষায় গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আরেক মামলায় ৪ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার জনগণের পাশে দাঁড়ানোর কারণেই আস্থা অর্জন করেছে সেনাবাহিনী : প্রধানমন্ত্রী ৩ মাসের গর্ভবতী স্ত্রীকে গলা কেটে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ ১০ মে’র ডেডলাইনের আগেই সেনা প্রত্যাহার নিয়ে পর্যালোচনা ভারত-মালদ্বীপের রাশিয়ান রকেট হামলায় দোনেৎস্ক অঞ্চলে নিহত ২ সখীপুরে বিদ্যালয়ের মাঠ দখল করে সড়ক নির্মাণের ইটের খোয়ার স্তুপ, দুর্ভোগে শিক্ষার্থীরা

সকল