২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইরাকের ঘাঁটিতে ফের মার্কিন সেনা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা

-

ইরাকের আইনুল আসাদ সামরিক ঘাঁটিতে নতুন করে মার্কিন সরকার সেনা মোতায়েন করছে। ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির বিরুদ্ধে মার্কিন সেনারা নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে বলে খবর বের হওয়ার পর এই তথ্য প্রকাশ হলো। তা ছাড়া ইরাকি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের সুরক্ষায় প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করেছে যুক্তরাষ্ট্র।
ইরাকের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আরবি ভাষার বার্তা সংস্থা আল-মালোমাহ জানিয়েছে, মার্কিন সেনা এবং সামরিক উপদেষ্টাদের নিয়ে একটি বিমান রোববার ওই ঘাঁটিতে অবতরণ করে। নিউ ইয়র্ক টাইমস গত সপ্তাহে জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন সেনা কমান্ডারদেরকে পপুলার মোবিলাইজেশন ইউনিটের বিরুদ্ধে অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছে। গত রোববার পপুললার মোবিলাইজেশনের শীর্ষপর্যায়ের নেতা কুসে আল-আনবারি বলেছেন, আনবার ও কিরকুক প্রদেশ থেকে অপ্রয়োজনীয় কিছু সেনা ইউনিটকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নিয়েছে। পপুলার মোবিলাইজেশন ইউনিটের হামলায় যাতে বড় রকমের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয় সে পরিকল্পনা থেকেই মার্কিন সামরিক বাহিনী এসব সেনাকে গুটিয়ে নিয়েছে।
মার্কিন সেনাকর্মকর্তারা বলছেন, প্রকৃতপক্ষে ইরাক থেকে সেনা প্রত্যাহার করা হয়নি; বরং বিভিন্ন জায়গা থেকে সেনা আইনুল আসাদ ও কায়িম ঘাঁটিতে পুনঃমোতায়েন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement