২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মুক্তির আনন্দে গন্তব্যে ছুটছে হুবেইয়ের মানুষ

বৃষ্টির মধ্যেও গন্তব্যে পৌঁছতে লোকেরা ট্রেনের জন্য অপেক্ষা করছেন : এএফপি -

চীনের হুবেই প্রদেশের মানুষ তেমনি মুক্তির আনন্দে গতকাল বুধবার থেকে ছুটতে শুরু করেছে নিজ গন্তব্যে। প্রায় দুই মাসের বেশি সময় ধরে লকডাউন থাকার পর গতকাল তাদের মুক্তি মেলে। সেই স্রোতে মানুষ ট্রেনে-বাসে ভিড় করে ছুটছে। প্রিয়জনকে এত দিন পর দেখবে বলে অনেকের মনে আনন্দ বাঁধ মানছে না।
দৈনন্দিন জীবনযাত্রার কঠোর প্রতিবন্ধকতা অবশেষে তুলে নেয়া হচ্ছে, সুস্থ লোকেরা বাড়ির দিকে যেতে পারবেন এবং কয়েক সপ্তাহের বিচ্ছেদের পরে প্রিয়জনদের দেখতে পাবেন। মাচেংয়ের এক রেলস্টেশনে দেখা যায়, বৃষ্টির মধ্যেও স্যুটকেসের সারি নিয়ে লোকেরা ট্রেনের জন্য অপেক্ষা করছেন। শিশুদের মুখে মাস্ক পরানো রয়েছে। নিরাপত্তাকর্মীরা ভিড়ের মধ্যে লোকজনকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেনের ঘোষণা দেয়া হচ্ছে।
করোনা মহামারীর সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর হুয়াংগ্যাংয়ের প্রবাসী শ্রমিকেরা ব্যাগ ও স্যুটকেস নিয়ে দূরপাল্লার গাড়ির জন্য লাইনে দাঁড়িয়েছেন। একজন শ্রমিক বলেন, তিনি পূর্ব ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝোতে ফিরছেন। তিনি দুই মাসের বেশি সময় ধরে হুবেইতে আটকে ছিলেন। দেশটিতে গতকাল থেকে উহান বাদে সব রেলস্টেশন ও বিমানবন্দর খুলে দেয়া হয়েছে। হুবেইয়ের রাজধানী উহান থেকে গত বছরে করোনাভাইরাসের উৎপত্তি ঘটেছিল বলে ধারণা করা হয়। বুধবার সকালেই উহানের সাথে সংযুক্ত ৩০টি হাইওয়ে খুলে দেয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তাগুলোয় যানজট সৃষ্টি হয়েছে। হুবেইয়ের বাসিন্দারা সেখানে ফেরার সুযোগ নিচ্ছেন।
বেইজিংয়ে কর্মরত গুয়ো ওয়ে নামের এক শিক্ষক বলেন, বুধবার সকালেই মাচেংয়ে ফেরার প্রথম টিকিট কিনে ফেলেন তিনি। করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে প্রথমবার তিনি সেখানে ফিরছেন। কয়েকটি ব্যাগ নিয়ে ট্রেনে ওঠা খুব কষ্ট বলে মন্তব্য করেন তিনি। এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তায় তিনি কমপক্ষে দুই হাজার মানুষকে শহরটিতে ফিরতে দেখেছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষের সবুজ কোড পেলে হুবেইতে ভ্রমণে আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। গত জানুয়ারি মাসে হুবেই শাটডাউনের ঘোষণা দেয় বেইজিং।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন হাজার ২০০ জনের বেশি মারা গেছেন। তবে সম্প্রতি করোনায় আক্রান্ত মানুষের হার কমে যাওয়ার সেখানে শাটডাউন পরিস্থিতি ধীরে ধীরে শিথিল করা হয়।
সূত্র : এএফপি ও সিনহুয়া


আরো সংবাদ



premium cement
মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব

সকল