৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ইরাকের প্রত্যাখ্যান

-

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের অভ্যন্তরীণ বিষয়গুলোতে বহিরাগত হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ মানবেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারহাম সালিহ। দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে মার্কিন হস্তক্ষেপের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘ইরাকের সংস্কারপ্রক্রিয়ায় কোনো বিদেশী সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যাবে না।’
মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের নিজস্ব ওয়েব সাইট থেকে পাঠানো বিবৃতিতে বারহাম সালিহ মন্তব্যটি করেন। বিবৃতিতে তিনি বলেন, ‘ইরাকে বর্তমানে সংস্কারের যে আলোচনা চলছে তার সম্পূর্ণই আমাদের জনগণের বিষয়, যা তাদের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হবে। এখন থেকে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে যেকোনো বিদেশী হস্তক্ষেপের প্রকাশ্য বিরোধিতা করা হবে।’
প্রেসিডেন্ট সালিহ আরো বলেন, ‘ইরাকি জনগণ জাতীয় স্বার্থ রক্ষা করে ধর্মীয় নেতাদের পরামর্শ অনুযায়ী সব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এ ক্ষেত্রে তারা সাংবিধানিক কাঠামোর বাইরে কোনো পদক্ষেপ নেবে না।’
এর আগে গত রোববার মার্কিন প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে ইরাকে চলমান সরকারবিরোধী বিক্ষোভের জেরে আগাম নির্বাচন আয়োজনের জন্য বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। যদিও ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের এই বিবৃতিকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন দেশটির রাজনৈতিক নেতারা। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে প্রশাসনিক কাজে ব্যাপক দুর্নীতি, বেকারত্ব ও সামাজিক সেবামূলক কার্যক্রমে স্থবিরতার প্রতিবাদে প্রায় মাসখানেক ধরে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ চলতে থাকে। এতে এখন পর্যন্ত পুলিশ-বেসামরিকসহ অন্তত তিন শতাধিক লোকের প্রাণহানির খবর পাওয়া গেছে।


আরো সংবাদ



premium cement