১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


বশিরের বাড়িতে টাকা ভর্তি ব্যাগ, তদন্ত শুরু

-

সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর হাসান আল বশিরের বাড়ি থেকে ব্যাগ ভর্তি বিপুল পরিমাণের টাকা উদ্ধারের পর তার বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত শুরু হয়েছে। শনিবার সামরিক গোয়েন্দারা বশিরের বাড়িতে অভিযান চালিয়ে ৩ লাখ ৫১ হাজার মার্কিন ডলার ও ৬০ মিলিয়নেরও বেশি ইউরো ভর্তি ব্যাগ খুঁজে পায়। এ ছাড়াও পাওয়া যায় প্রায় ৫০ লাখ সুদানি পাউন্ড। অর্থ উদ্ধারের ঘটনায় সাবেক প্রেসিডেন্ট আটকের নির্দেশ দিয়ে প্রধান পাবলিক প্রসিকিউটর দ্রুত বিচার শুরু করতে তাকে জিজ্ঞাসাবাদ করতে বলেছেন। বর্তমানে কোবার কারাগারে আটক থাকা এই প্রেসিডেন্টকে সেখানেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় ওই সূত্রটি।
সুদানের দীর্ঘ দিনের শাসক ওমর আল বশিরের বিরুদ্ধে গত ডিসেম্বরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।


আরো সংবাদ



premium cement