০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


নাইরোবিতে আত্মঘাতী হামলায় ব্রিটিশ-মার্কিন নাগরিকসহ নিহত ১৫

কেনিয়ার রাজধানী নাইরোবির হোটেলে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের মোকাবেলা করে। এ সময় আতঙ্কিত সাধারণ নাগরিকেরা দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে :ইন্টারনেট -

কেনিয়ার রাজধানী নাইরোবির একটি হোটেল ও অফিস কমপ্লেক্সে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় ১৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার নাইরোবির ওয়েস্টল্যান্ড জেলায় একটি হোটেলে বন্দুকধারীরা ওই হামলা চালায়। এরই মধ্যে এ হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয়ার দাবি করা হলেও বুধবার সকাল পর্যন্ত গুলি ও বিস্ফোরণের আওয়াজের কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। নিহতদের মধ্যে একজন মার্কিন ও একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন বলে খবরে বলা হয়েছে।
প্রেসিডেন্ট কেনিয়াত্তা বলেন, দুসিতে নিরাপত্তা অভিযান শেষ হয়েছে। আমরা সব সন্ত্রাসীকে দমন করেছি। তাদের হাতে প্রাণ হারিয়েছেন ১৪ বেসামরিক। আহতও হয়েছেন বেশ কয়েকজন। তিনি বলেন, ‘এই সকালে আমি হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ও আহতদের সুস্থতা কামনা করছি।’
কেনিয়ার পুলিশপ্রধান জোসেফ বয়নেট বলেন, দুসিত ডি২ কম্পাউন্ডে মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৩টায় সঙ্ঘবদ্ধ এ হামলা হয়। ব্যাংকের সামনে গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। হোটেলের লবিতে চালানো হয় এ আত্মঘাতী হামলা। এতে ১০১ কক্ষবিশিষ্ট একটি হোটেল, স্পা, রেস্তোরাঁ এবং স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানির অফিস ছিল।
সোমালি বিদ্রোহী গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। ২০১৩ সালে নাইরোবির একটি শপিংমলে ভয়াবহ হামলা চালায় এ গোষ্ঠী। কেনিয়ার পুলিশ প্রধান জোসেফ বোইনেট বলেন, পার্কিং লটে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ও দুসিত হোটেলের প্রবেশ দ্বারে আত্মঘাতী বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হামলাটি শুরু হয়। তিনি আরো বলেন, ‘এ ঘটনায় বিপুলসংখ্যক অতিথি গুরুতর আহত হয়েছে।’
আল-শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াজিজ আবু মুসাব বলেছেন, ‘আমাদের সেনারা হোটেলের ভেতরে ৪৭ শত্রুকে হত্যা করেছে। এখনো হোটেলের বেশির ভাগ অংশই আমাদের দখলে।’ মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, এ ঘটনায় একজন মার্কিন নাগরিকও নিহত হয়েছেন। একজন ব্রিটিশ নাগরিক নিহতেরও আশঙ্কা করা হচ্ছে। কেনিয়ার সরকার হামলাকারীদের সংখ্যা উল্লেখ করেনি। তবে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা ২ জন হামলাকারীকে হত্যা করেছেন। তাদের মাথায় লাল কাপড় বাঁধা ছিল এবং তাদের কাঁধে ছিল একে-৪৭ রাইফেল।


আরো সংবাদ



premium cement
কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে অন্তঃসত্তা মা ও পাঁচ বছরের ছেলের মৃত্যু ঝড়ে পড়ে যাওয়া মাদরাসা ঘর এক মাসেও মেরামত হয়নি গুচ্ছের‘বি' ইউনিটের ফল প্রকাশ, পাশ ৩১ হাজার মানুষের হাত-পা কেটে নিজেই ‘অপারেশন’ করতেন মিল্টন সমাদ্দার : হারুন প্রধানমন্ত্রীর সাথে নারী ক্রিকেটারদের প্রতিনিধি দলের সাক্ষাৎ পরিবেশ রক্ষায় গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আরেক মামলায় ৪ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার জনগণের পাশে দাঁড়ানোর কারণেই আস্থা অর্জন করেছে সেনাবাহিনী : প্রধানমন্ত্রী ৩ মাসের গর্ভবতী স্ত্রীকে গলা কেটে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ ১০ মে’র ডেডলাইনের আগেই সেনা প্রত্যাহার নিয়ে পর্যালোচনা ভারত-মালদ্বীপের রাশিয়ান রকেট হামলায় দোনেৎস্ক অঞ্চলে নিহত ২

সকল