২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


খাশোগি হত্যায় ইসরাইলি প্রযুক্তি ব্যবহারের অভিযোগ

-

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে ইসরাইলের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেন। তিনি বলেন, যেসব দেশের মানবাধিকার পরিস্থিতি খুবই খারাপ, সেই দেশগুলোর সাংবাদিকদের নজরদারিতে রাখার সফটওয়্যার তৈরি করেছে ইসরাইলের এনএসও। আর সেই সফটওয়্যার ব্যবহার করেই খাশোগিকে হত্যা করা হয়েছে। 

স্নোডেন বলেন, এনএসও এ প্রযুক্তি মূলত সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের তি করার জন্যই বিক্রি করা হয়। তিনি আরো বলেন, এটা শুধু অপরাধীদের আটক কিংবা সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে করা হয় না; বরং টাকা আয়ের উদ্দেশ্যেও করা হয়। আর এতে করে প্রাণ হারিয়েছেন অনেকেই। এ ছাড়াও তিনি দাবি করেন, ইসরাইল ব্যক্তিগত তথ্যেও হানা দিচ্ছে এই ডিভাইসের মাধ্যমে।

 


আরো সংবাদ



premium cement