২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ফেসবুকে সমস্যা, যা বললেন মার্ক জাকারবার্গ

ফেসবুকে সমস্যা, যা বললেন মার্ক জাকারবার্গ - সংগৃহীত

হঠাৎ করেই বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিষ্ক্রিয় হয়ে যাওয়ার এক ঘণ্টার বেশি সময় পর সক্রিয় হয়েছে। একই সময়ে নিষ্ক্রিয় থাকে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম। সমস্যা চলাকালীন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক বার্তায় ব্যবহারকারীদের ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার পর থেকে সচল হতে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এরআগে, বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে হঠাৎ করেই এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা।

রাত ১০টায় মার্ক জাকারবার্গ মেটার থ্রেডসে এক বার্তায় লেখেন, বন্ধুরা, আনন্দ কর! কয়েক মিনিট অপেক্ষা করুন, কয়েক মিনিটের মধ্যে সব সমাধান হয়ে যাবে। (চিল গাইস। ওয়েট ফিউ মিনিটস এভিরিথিং উইলবি সলভড)।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ফেসবুক ও ইনস্টাগ্রামের সমস্যা নিয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


আরো সংবাদ



premium cement