২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মেলায় দিলরুবা আহমেদ’র নতুন উপন্যাস

মেলায় দিলরুবা আহমে’র নতুন উপন্যাস - নয়া দিগন্ত

এবার একুশে গ্রস্থমেলায় জীবন নিয়ে দিলরুবা আহমেদ’র নতুন উপন্যাস ‘টেক্সান রানী ও ব্লু বনেট’ প্রকাশিত হয়েছে। মেলার শেষ দিন পর্যন্ত অনন্যার প্যাভেলিয়নে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ

৫ বছরের রানী -কে নিয়ে তার মা সদা চিন্তিত, ভাবে এই বুঝি মেয়ে বিদেশী হয়ে গেলো। রয়েছে টগর, যে কিনা ১৬ বছর বয়স থেকেই আমেরিকাবাসি। সে মনে করছে তারা হচ্ছে কোকোনাট জেনেরেশন। উপরে ব্রাউন ভেতরে সাদা। সাদা আর ব্রাউনের মাঝে রেখা অঙ্কনের চেষ্টা থাকে অভিভাবকের পক্ষ থেকে কিন্তু কত দূর পর্যন্ত তা সম্ভবপর তাই দেখার ও ভাবার বিষয়।

লেখিকার এ বইটিতে প্রবাসে বেড়ে উঠা শিশুদের নিয়ে বাবা -মায়েদের যেরকম দ্বিধা দ্বন্দ্ব আছে তাই নিয়ে ঘটনা এগিয়েছে।

লেখালেখি ও প্রকাশিত বই প্রসঙ্গে দিলরুবা আহমেদ এতো বলেণ, ‘লেখক হবেন মননশীল যত্নশীল চিন্তাশীল ব্যাক্তিত্ববান স্বপ্নের দেশের মানুষ, যার লেখা পড়ে আরো দশজন তার মতো হতে চাইব, তার তৈরী চরিত্র গুলোর মতোই হতে চাইবে।

তিনি আরো বলেন, ‘আগে লেখক হয়ে উঠবে তারপরে বই বের করবে। এখন আগে বই বের করে তারপরে বলতে আসে আমি লেখক। এখনকার অনেক লেখকই বই একটা লিখেই চানাচুর ওয়ালার মতন ফেরি করে বাড়ান তার বই, এটা লজ্জার।’

তিনি বলেন, ‘আমি ফেরি করে বেড়াই না যে আমি লেখক, আমি চাই হঠাৎ কেউ এসে আমাকে বলবে আপনি কি লেখক দিলরুবা, আমি আপনার একটা বই পড়েছিলাম, খুব ভালো বইটা, সেই থেকে ভাবছিলাম কবে দেখা হবে। এমন কোনো একটা দিনের জন্য আমি অনেক বছর অপেক্ষা করে থাকতে পারি। লেখালেখির জায়গাটা আমার কাছে আমার ভীষণ আরাধ্য ভূমি।’


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

সকল