২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মহররম ১৪৪৬
`

মেলায় দিলরুবা আহমেদ’র নতুন উপন্যাস

মেলায় দিলরুবা আহমে’র নতুন উপন্যাস - নয়া দিগন্ত

এবার একুশে গ্রস্থমেলায় জীবন নিয়ে দিলরুবা আহমেদ’র নতুন উপন্যাস ‘টেক্সান রানী ও ব্লু বনেট’ প্রকাশিত হয়েছে। মেলার শেষ দিন পর্যন্ত অনন্যার প্যাভেলিয়নে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ

৫ বছরের রানী -কে নিয়ে তার মা সদা চিন্তিত, ভাবে এই বুঝি মেয়ে বিদেশী হয়ে গেলো। রয়েছে টগর, যে কিনা ১৬ বছর বয়স থেকেই আমেরিকাবাসি। সে মনে করছে তারা হচ্ছে কোকোনাট জেনেরেশন। উপরে ব্রাউন ভেতরে সাদা। সাদা আর ব্রাউনের মাঝে রেখা অঙ্কনের চেষ্টা থাকে অভিভাবকের পক্ষ থেকে কিন্তু কত দূর পর্যন্ত তা সম্ভবপর তাই দেখার ও ভাবার বিষয়।

লেখিকার এ বইটিতে প্রবাসে বেড়ে উঠা শিশুদের নিয়ে বাবা -মায়েদের যেরকম দ্বিধা দ্বন্দ্ব আছে তাই নিয়ে ঘটনা এগিয়েছে।

লেখালেখি ও প্রকাশিত বই প্রসঙ্গে দিলরুবা আহমেদ এতো বলেণ, ‘লেখক হবেন মননশীল যত্নশীল চিন্তাশীল ব্যাক্তিত্ববান স্বপ্নের দেশের মানুষ, যার লেখা পড়ে আরো দশজন তার মতো হতে চাইব, তার তৈরী চরিত্র গুলোর মতোই হতে চাইবে।

তিনি আরো বলেন, ‘আগে লেখক হয়ে উঠবে তারপরে বই বের করবে। এখন আগে বই বের করে তারপরে বলতে আসে আমি লেখক। এখনকার অনেক লেখকই বই একটা লিখেই চানাচুর ওয়ালার মতন ফেরি করে বাড়ান তার বই, এটা লজ্জার।’

তিনি বলেন, ‘আমি ফেরি করে বেড়াই না যে আমি লেখক, আমি চাই হঠাৎ কেউ এসে আমাকে বলবে আপনি কি লেখক দিলরুবা, আমি আপনার একটা বই পড়েছিলাম, খুব ভালো বইটা, সেই থেকে ভাবছিলাম কবে দেখা হবে। এমন কোনো একটা দিনের জন্য আমি অনেক বছর অপেক্ষা করে থাকতে পারি। লেখালেখির জায়গাটা আমার কাছে আমার ভীষণ আরাধ্য ভূমি।’


আরো সংবাদ



premium cement
দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলে পরিচয় করে দেয়ায় আইওসির ক্ষমাপ্রার্থনা নুরকে এক নেতা ৪ লাখ টাকা দেন : ডিবি হারুন সিংড়ায় বিএনপির মিডিয়া সেল রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী গ্রেফতার মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত রোববার গৌরীপু‌রে সা‌বেক উপ‌জেলা চেয়ারম‌্যানসহ গ্রেফতার ৫ ঐক্যের ডাকে প্রমাণ হয়েছে জামায়াত-বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য : কাদের ফিলিপাইনে ডুবে যাওয়া ট্যাংকার থেকে তেল বের হচ্ছে খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা : আইসিসিকে চ্যালেঞ্জ করবে না ব্রিটিশ সরকার বুলেটের আঘাতে ট্রাম্পের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে এফবিআই আদিবাসীদের এলাকায় ইউরেনিয়াম খনন নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া

সকল