২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
`

মোনালিসার যখন সবকিছু থেমে যায়

মোজেজা আশরাফ মোনালিসা। -

মেধাবী নাট্যরচয়িতা ও নির্মাতা সুমন আনোয়ারের নির্দেশনায় এবারই প্রথম নাটকে অভিনয় করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। গতকাল থেকে রাজধানী উত্তরার একটি শুটিং হাউজে মোনালিসা সুমন আনোয়ারের রচনা ও নির্দেশনায় ‘যখন সবকিছু থেমে যায়’ নাটকের শুটিং শুরু করেছেন। নাটকে মোনালিসা মোনা চরিত্রে অভিনয় করছেন। এতে তার বিপরীতে আছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তিনিও এই নাটকে নিশো চরিত্রেই অভিনয় করছেন।

নাটকের গল্প প্রসঙ্গে সুমন আনোয়ার বলেন, ‘মোনা এবং নিশো একে অপরকে পছন্দ করে, ভালোবাসে। মোনা উচ্চবিত্ত এবং নিশো মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কিন্তু তারপরও মোনার পরিবার একসময় নিশোর সঙ্গে বিয়ে দিতে সম্মত হয়। কিন্তু বিয়ের ঠিক আগেই নিশোর চাকরি চলে যায়। বিয়ে নিশোকে করতেই হবে মোনাকে, কিন্তু প্রয়োজন অনেক অর্থের। ঠিক এমন সময় একটি কিডন্যাপ হওয়া মেয়েকে ঢাকার বাইরে জঙ্গলে ফেলে দিয়ে আসার কাজ পায়। মেয়েটিকে যখন জঙ্গলে ফেলে আসতে দিয়ে যাবে তখন নিশো দেখে এ যে তারই ভালোবাসার মানুষ মোনা। এগিয়ে যায় গল্প।’

মোনালিসা বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল সুমন আনোয়ার ভাইয়ের নির্দেশনায় কাজ করার। কারণ আমি জানি তিনি গুণী একজন পরিচালক। তার নির্দেশনায় কাজ করার আগ্রহ ছিল বলেই তিনি আমাকে গল্পটা শোনানোর পর আমি কাজটি করতে ভীষণ আগ্রহী হয়ে উঠি। অবশেষে এই নাটকে অভিনয় করার মধ্যদিয়ে আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। আশা করছি এটি খুব ভালো একটি নাটক হবে।’

নির্মাতা সুমন আনোয়ার জানান, আসছে কোরবানির ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এ দিকে গেলো ঈদে মোনালিসা মোস্তফা কামাল রাজের ‘অনুভবে’, আশফাক নিপুণের ‘হয়তো তোমার কাছেই যাবো’ এবং মোরসালিন শুভর ‘কোম্পানির প্রচারের স্বার্থে’ নাটকে অভিনয়ের জন্য বেশি সাড়া পান। এ দিকে ঈদের পরপরই মোনালিসা সজলের বিপরীতে শরীফের নির্দেশনায় ‘লুকিয়ে ভালোবাসি তারে’ নাটকে অভিনয় করেছেন। আগামী মাসেই তিনি তার বর্তমান আবাসস্থল আমেরিকায় ফিরে যাবেন বলে জানান মোনালিসা। শিগগিরই আরটিভিতে অনিন্দ্য মামুনের গ্রন্থনায় ও পূর্ণিমার উপস্থাপনায় ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানের অতিথি হিসেবে দেখা যাবে মোনালিসাকে।

দেখুন:

আরো সংবাদ



premium cement
মিরপুর টেস্টের রোমাঞ্চকর তৃতীয় দিন আজ নাসরাল্লাহর উত্তরসূরি সফিদ্দিন নিহত! তিন সপ্তাহ পর নিশ্চিত করল ইসরাইল মেহেদী হাসান : কমন টিভির সফলতার কারিগর 'দানার' প্রভাব পড়বে বাংলাদেশেও! চীনা প্রেসিডেন্টের সাথে আজই বৈঠকে বসছেন মোদি হিন্দুস্তান টাইমসের বর্ণনায় হাসিনার 'আয়নাঘর' ‘লাদাখ সীমান্তে সমস্যা মিটেছে’, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির বার্তা চীনের কমলা ৪৬, ট্রাম্প ৪৩! মার্কিন নির্বাচনে সমীক্ষার ব্যবধান বাড়ল ভিনির হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন রাষ্ট্রপতির পদত্যাগ : ২ দিনের সময় চেয়ে নিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দ্বিতীয়বারের স্বাধীনতা নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেয়া হবে না : মামুনুল হক

সকল